সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / আন্তর্জাতিক / মালিতে সন্ত্রাসী হামলায় নিহত ২৪

মালিতে সন্ত্রাসী হামলায় নিহত ২৪

মালির পূর্বাঞ্চলে সন্ত্রাসী হামলার ঘটনায় ২৪ সেনা নিহত হয়েছে। দেশটির সেনাবাহিনীর তরফ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। মালি ও নাইজার সীমান্তে দু’দেশের সেনাবাহিনীর যৌথ অভিযানের সময় ওই হামলার ঘটনা ঘটে। গাও সীমান্ত এলাকায় হামলার ঘটনায় আরও ২৯ জন আহত হয়েছে।

মালির সেনাবাহিনীর তরফ থেকে জানানো হয়েছে, নাইজারের তিলোয়া এলাকায় ১৭ সন্ত্রাসী নিহত হয়েছে। এছাড়া সন্দেহভাজন আরও ১০০ জনকে আটক করা হয়েছে।

মাত্র কয়েকদিন আগেই অপর একটি হামলার ঘটনায় ৫৪ সেনা নিহত হওয়ার পরেই এই হামলার ঘটনা ঘটল। তবে সোমবারের হামলার ব্যাপারে পরিষ্কার কিছু জানা যায়নি। এছাড়া ওই সন্ত্রাসীরা কোন সংগঠনের তাও চিহ্নিত করা সম্ভব হয়নি।

সেনাবাহিনীর টুইটার অ্যাকাউন্ট থেকে বেশ কিছু পুড়ে যাওয়া মোটরসাইকেলের ছবি প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, হামলার ঘটনায় ৭০টি মোটরসাইকেল ধ্বংস হয়ে গেছে।

 

সূত্র: deshebideshe.com – ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2023/06/Missile-Iran.jpg

শব্দের চেয়ে ১৪ গুণ বেশি দ্রুতগামী ইরানের হাইপারসনিক

‘ফাত্তাহ’ নামের এই ক্ষেপণাস্ত্রের ছবি প্রকাশ করেছে আইআরএনএ। অনলাইন ডেস্ক : ইরান তাদের প্রথম হাইপারসনিক ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/