সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / লামায় ২০০ লিটার চোলাই মদসহ আটক ৩

লামায় ২০০ লিটার চোলাই মদসহ আটক ৩

চোলাই মদ সহ আটক তিন মাদক ব্যবসায়ী।

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা :

বান্দরবানের লামা উপজেলায় অভিনব কায়দায় সিএনজিতে করে পাচারকালে দেশীয় তৈরি চোলাই মদসহ তিন পাচারকারীকে আটক করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে উপজেলার সরই-লোহাগাড়া সড়কের হাসনাভিটা এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটকরা হলেন লোহাগাড়া উপজেলার কলাউজানের সুখছড়ি গ্রামের বাসিন্দা সুজন দাশ (৩৫), জুয়েল দাশ (৪০) ও সিএনজি ড্রাইভার ইয়াকুব আলী (৫০)।

চোলাই মদ পাচারের কাজে ব্যবহৃত সিএনজি।

সূত্র জানায়, একটি চক্র সরই ইউনিয়নের কেয়াজুপাড়া এলাকার একটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পাড়া থেকে চোলাই মদ সংগ্রহের পর কোমল পানীয় ইউরো ও স্প্রাইটের বোতল ভর্তি করে পাচার করছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে কেয়াজুপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল হাশেমের নেতৃত্বে সঙ্গীয় সদস্যরা শুক্রবার দিবাগত রাত ৯টার দিকে সড়কের হাসনাভিটা এলাকায় অভিযান চালায়। এ সময় লোহাগাড়া মুখী একটি সিএনজিতে তল্লাশি চালিয়ে ২০০ লিটার (মদ ভর্তি ২০০টি বোতল) সহ তিনজনকে আটক করে পুলিশ।

মদসহ তিনজনকে আটকের সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান বলেন, এ ঘটনায় মাদক ব্যবসায়ী আটক তিনজনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2024/03/Hamidul-11-3-24.jpg

ঈদগড়ে মোবাইলে জুয়া খেলায় আসক্ত হচ্ছে শিশু কিশোর, বাড়ছে অপরাধ প্রবণতা

  হামিদুল হক; ঈদগড় :কক্সবাজার জেলার পাহাড়ী জনপদ ঈদগড়ে স্মার্ট ফোনের মাধ্যমে লুডু খেলা এখন ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/