সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / আন্তর্জাতিক / শিগগিরই ট্রাম্প-কিম বৈঠক: পম্পেও

শিগগিরই ট্রাম্প-কিম বৈঠক: পম্পেও


পরমাণু ইস্যুতে এখনও উত্তপ্ত উত্তর কোরিয়া-যুক্তরাষ্ট্র। আর তারই জের ধরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও উত্তর কোরিয়া গেছেন। এ ব্যাপারে রবিবার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের দপ্তর জানিয়েছে, কিম এবং পম্পেও দুই দেশের মধ্যে যত দ্রুত সম্ভব দ্বিতীয় শীর্ষ সম্মেলন অনুষ্ঠানের ব্যাপারে সম্মত হয়েছেন।

রবিবার উত্তর কোরিয়া পৌঁছে দেশটির শীর্ষ নেতা উনের সঙ্গে বৈঠক করেন পম্পেও। পরে তিনি দক্ষিণ কোরিয়া যান এবং প্রেসিডেন্ট মুন জায়ে ইনের সঙ্গে বৈঠক করেন।

এ ব্যাপারে মুনের প্রেস সচিব ইয়ুন ইয়ং-চ্যান এক বিবৃতিতে জানিয়েছেন, ওই বৈঠকে মুনকে পম্পেও বলেছেন, তিনি ও কিম উত্তর কোরিয়ার নিরস্ত্রীকরণে যেসব পদক্ষেপ পিয়ংইয়ংকে নিতে হবে তা নিয়ে আলোচনা করেছেন। এছাড়া ওই পদক্ষেপগুলো কীভাবে পর্যবেক্ষণ করা হবে তা নিয়েও আলোচনা হয়েছে।

ইয়ুন আরও জানিয়েছেন, নিরস্ত্রীকরণ প্রক্রিয়া এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উনের দ্বিতীয়বারের বৈঠকের বিষয়ে আলোচনার জন্য পম্পেও ও কিম একটি কার্যকরী কমিটি গঠনের বিষয়েও একমত হয়েছেন।

সূত্র:deshebideshe.com;ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2023/07/Earthquake-Iceland.jpg

আইসল্যান্ডে একদিনে ২২০০ ভূমিকম্প

অনলাইন ডেস্ক : ইউরোপের স্ক্যান্ডিনেভীয় অঞ্চলের দেশ আইসল্যান্ডের রাজধানী রিকজাভিকের আশপাশে একদিনে প্রায় ২ হাজার ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/