সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / বিবিধ / সময় বুঝাতে কেন এএম-পিএম ব্যবহার হয়? জানুন এর অর্থ

সময় বুঝাতে কেন এএম-পিএম ব্যবহার হয়? জানুন এর অর্থ

আমরা রাতে বা দুপুরে সময়কে দু’ভাগে ভাগ করে নিই। রাত এবং দুপুরের সময়কে আমরা কিভাবে প্রকাশ করবো তা নিয়ে অনেকেই দ্বিধায় পড়েন। অর্থাৎ দুপুর বা ঠিক মাঝরাতে এএম না পিএম, কোনটি বলা উচিত তা অনেকেই গুলিয়ে ফেলেন।

অনেকে এএম-পিএমের সঠিক ব্যবহার জানলেও, এ দু’টি শব্দের সঠিক অর্থ জানেন না।

এএম-পিএম কখন, কেনো ব্যবহার হয় এবং এর সঠিক অর্থ জেনে নিন:

কখন এএম এবং পিএম-এর ব্যবহার হয়?

*রাত ১২টা থেকে সকাল ১১টা ৫৯ মিনিট পর্যন্ত সময়কে এএম বলতে হয়। আর দুপুর ১২টা থেকে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত সময়কে বলা হয় পিএম।

এএম এবং পিএম শব্দের অর্থ কী?

* পিএম অর্থাৎ ‘পোস্ট মেরিডিয়েম’ এবং এএম অর্থাৎ ‘অ্যান্টি মেরিডিয়েম’ তবে অনেকেই এই দু’টির সংক্ষিপ্ত শব্দের ভুল ব্যাখ্যা জানেন। তাঁরা পিএমকে ‘পোস্ট মিডডে’ এবং এএমকে ‘আফটার মিডনাইট’ বলে ভুল ব্যাখ্যা করেন।

পোস্ট শব্দের অর্থ হচ্ছে পরে এবং অ্যান্টি শব্দের অর্থ হচ্ছে আগে। লাতিন শব্দ ‘মেরিডিস’ থেকে এসেছে মেরিডিয়েম। যার অর্থ মধ্যভাগ বা মধ্যাহ্ন। অর্থাৎ পোস্ট মেরিডিয়াম এর পূর্ণাঙ্গ অর্থ হচ্ছে মধ্যাহ্নের পরে এবং অ্যান্টি মেরিডিয়াম এর পূর্ণাঙ্গ অর্থ হচ্ছে মধ্যাহ্নের আগে।

সূত্র:somoynews.tv;ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

৩ মে; ইতিহাসের এইদিনে; কক্সভিউ ডট কম; https://coxview.com/ezequiel-lavezzi-sports-birth-day/

৩ মে; ইতিহাসের এইদিনে

ইজেকিয়েল ইভান লাভেজ্জি। আজেন্টিনীয় ফুটবলার যিনি সিরি এ’র দল পারি সাঁ-জের্‌মাঁ এবং আর্জেন্টিনা জাতীয় দলে ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/