সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / প্রাকৃতিক ও পরিবেশ / ১৬ জুনের পর কমবে গরম, হতে পারে টানা বৃষ্টি

১৬ জুনের পর কমবে গরম, হতে পারে টানা বৃষ্টি

রাজধানীতে আজকালের মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আর ‌আরব সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘বায়ু’র প্রভাব কেটে গেলে আগামী কয়েকদিনের মধ্যে সারা দেশেই বর্ষা প্রভাব বিস্তার করবে বলেও জানাচ্ছে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস।

আবহাওয়াবিদ খন্দকার হাফিজুর রহমান বলেন, আজকের তাপমাত্রা কমে আসবে, সেক্ষেত্রে ঢাকাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া আগামী দিনগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তাপমাত্রা যেটা আছে, সেটা ১৬ তারিখের পরে ঢাকার তাপমাত্রা কমে যাবে তখন বৃষ্টির প্রবণতাও বেড়ে যাবে। আরব সাগরের ঘূর্ণিঝড় ‘বায়ু’র উঠে গেলেই বর্ষাটা সারা দেশে বিস্তার করবে। তখন গরমটা কমে যাবে।

 

সূত্র: somoynews.tv- ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

কালের সাক্ষী ২০০ বছরের পুরনো তেলশুর গাছ ! https://coxview.com/tree-200-years-rafiq-5-2-24-1/

কালের সাক্ষী ২০০ বছরের পুরনো তেলশুর গাছ !

লামা বন বিভাগের বমু রিজার্ভ ফরেস্টের পুকুরিয়াখোলা এলাকায় অবস্থিত বৃহৎ তেলশুর গাছ দুইটি।   মোহাম্মদ ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/