সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / আন্তর্জাতিক / পুতিনের ঘনিষ্ঠ মিত্রের মেয়ে ‘বোমা’ হামলায় নিহত

পুতিনের ঘনিষ্ঠ মিত্রের মেয়ে ‘বোমা’ হামলায় নিহত

অনলাইন ডেস্ক :
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্রের মেয়ে দারিয়া দুগিনা মস্কোর কাছে গাড়ি বোমা হামলায় নিহত হয়েছেন বলে জানা গেছে। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বাড়ি যাওয়ার পথে গাড়িতে ‘আগুন ধরে বিস্ফোরণে’ মারা গেছেন দারিয়া দুগিন।

নিহতের বাবার নাম আলেকজান্ডার দুগিন। তিনি রাশিয়ান দার্শনিক। যিনি একজন অতি-জাতীয়তাবাদী মতাদর্শী, তাকে রাশিয়ার প্রেসিডেন্টের ঘনিষ্ঠ বলে মনে করা হয়। তিনি এই আক্রমণের লক্ষ্যবস্তু ছিলেন কি না, তা স্পষ্ট নয়।

বিবিসি জানিয়েছে, দুগিন কট্টরভাবে জাতীয়তাবাদী মতাদর্শে বিশ্বাসী। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবেও তাকে বিবেচনা করা হয়।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় একই গাড়িতে একটি ইভেন্ট থেকে বাড়িতে ফিরে যাওয়ার কথা ছিল দুগিন ও তার মেয়ের। কিন্তু গাড়িতে ওঠার ঠিক আগমুহূর্তে তারা আলাদাভাবে যাওয়ার সিদ্ধান্ত নেন।

ট্রেলিগ্রামে পোস্ট করা এক ভিডিওতে দেখা যায়, দুগিনের মেয়ে যে গাড়িতে ছিলেন, তা দাউদাউ করে জ্বলছে। তবে সেই ভিডিওর সত্যতা যাচাই করা যায়নি।

kalerkanthoআইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে আরআইএ নিউজ এজেন্সিকে বলেছেন, মস্কোর ওডিনসোভো জেলার একটি মহাসড়কে গাড়িতে আগুন ধরে গেছে। তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি তিনি।

ক্রেমলিনের তরফ থেকেও এ ব্যাপারে কোনো মন্তব্য করা হয়নি।

দুগিনের মেয়ে দারিয়া দুগিন রাশিয়ার বিশিষ্ট সাংবাদিক এবং ভাষ্যকার। ইউক্রেনে রাশিয়ার হামলাকে সমর্থন করতেন তিনি।

এই বছরের শুরুর দিকে দারিয়া দুগিনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয় যুক্তরাজ্য। ইউক্রেনে রুশ হামলার বিষয়ে অনলাইনে ‘বিভ্রান্তি’ ছড়ানোর অভিযোগ তোলা হয়েছিল তার বিরুদ্ধে।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

আজ মহান মে দিবস, May Day, https://coxview.com/may-day-2/

আজ মহান মে দিবস

  নিজস্ব প্রতিনিধি :আজ ১ মে, বুধবার। মহান মে দিবস। এটি আন্তর্জাতিক শ্রমিক আন্দোলনের উদ্‌যাপন ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/