বাঙালীর অবিসংবাদিত নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ১৫ আগস্ট শোকাবহ দিন সকাল ৮ টায় বাসস্টেশনস্থ নিউ পাহাড়িকা কমিউনিটি সেন্টারে ঈদগাঁও ইউনিয়ন যুবলীগের সভাপতি মোহাম্মদ ইলিয়াছ ও সাধারণ সম্পাদক এনাম রনির নেতৃত্বে কালো ব্যাজ ধারণ পূর্বক যুবলীগের নেতাকর্মীরা এ পুষ্পমাল্য অর্পণ করেন।
এসময় উপস্থিত ছিলেন ঈদগাঁও যুবলীগের সিনিয়র সহ-সভাপতি মিনার, সহ-সভাপতি সোনা মিয়া, ওয়ার্ড আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এম.আবুহেনা সাগর, অর্থ সম্পাদক জসিম উদ্দীন, এরশাদ, রহিম, আবদু শুক্কুর, আরফাত, একরাম, নুরুল আমিন, ফরিদ, মোতালেব, বাবুল, আনোয়ার, মিজান, সোহেল, জসিম, জাহাঙ্গীর আলম (১), জাহাঙ্গীর আলম (২), তারেক আজিজ, শাহাদত, সাদ্দাম হোসেন, মনছুর, তৈয়ব, শাহ আলম, আকাশ, হারুন, হৃদয়, কাশেম, শাহজাহান, আকতার হোসেনসহ অর্ধশতাধিক ইউনিয়ন ও তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা। পরে পুষ্পমাল্য অর্পণ শেষে সদর উপজেলা আওয়ামীলীগ কর্তৃক ১৫ আগস্টের কাঙ্গালী ভোজে অংশ নেন। এদিকে বাসস্টেশন চত্বরে ইউনিয়ন যুবলীগের উদ্যোগে দিনব্যাপী বঙ্গবন্ধুর ভাষণ প্রচার করা হয়।
You must log in to post a comment.