সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / নির্বাচন সংক্রান্ত / জেলায় প্রথম ধাপে ১৯ ইউপির ভোট ২২ মার্চ

জেলায় প্রথম ধাপে ১৯ ইউপির ভোট ২২ মার্চ

জেলায় প্রথম ধাপে ১৯ ইউপির ভোট ২২ মার্চ

জেলায় প্রথম ধাপে ১৯ ইউপির ভোট ২২ মার্চ

এম.বেদারুল আলম; কক্সভিউ:

* মনোনয়নপত্র দাখিল ২২ ফেব্রুয়ারি * যাচাই বাছাই ২৩ ও ২৪ ফেব্রুয়ারি * প্রত্যাহার ২ মার্চ * ভোট গ্রহন ২২ মার্চ

সারাদেশে আবারো শুরু হচ্ছে ভোট উৎসব। ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ৭৫২টি ইউনিয়নে ভোট গ্রহণ চলবে আগামী ২২ মার্চ। প্রথম দফায় ঘোষিত ভোট গ্রহনের তালিকায় রয়েছে জেলার ১৯টি ইউনিয়ন পরিষদের নাম। উক্ত ইউনিয়ন সমূহে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২২ ফেব্রয়ারি। যাচাই বাছাই ২৩ ও ২৪ ফেব্রুয়ারি। প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ২ মার্চ। বৃহস্পতিবার নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত নির্বাচন উপযোগী ইউনিয়নের সংখ্যা ৪ হাজার ২৭৯টি। পর্যায়ক্রমে ৬ ও ৭ দফায় সারা দেশে নির্বাচন সম্পন্ন হবে। সর্বশেষ সারাদেশে ইউনিয়ন পরিষদ হয়েছিল ২০১১ সালের মার্চ থেকে জুন মাস পর্যন্ত।

সূত্র থেকে পাওয়া খবরে জানা গেছে, প্রথম দফায় জেলার সে ১৯টি ইউনিয়নের ভোট গ্রহন চলবে সে ইউনিয়ন সমূহের উপজেলা ভিত্তিক তালিকা ও সময় হল যথাক্রমে কুতুবদিয়া উপজেলায় ৬টি ইউনিয়ন যথাক্রমে আলী আকবর ডেইল, বড়ঘোপ, দক্ষিণ ধুরুং, উত্তর ধুরুং, কৈয়ার বিল, লেমশীখালী, বিধি মোতাবেক আগামী ২৮ মার্চ উক্ত ইউনিয়ন সমূহের ৫ বছর পূর্ণ হবে।

টেকনাফ উপজেলার বাহারছড়া সেন্টমার্টিন, টেকনাফ সদর, হোয়াইক্যং, সাবরাং, হ্নীলা। তবে হ্নীলা ও সাবরাং এর হতে পারে কেননা উক্ত ২ ইউনিয়নের মেয়াদ ৫ বছর পূর্ণ হবে ২২ ও ২৫ এপ্রিল।

মহেশখালীর ৭টি ইউনিয়ন হলো ছোট মহেশখালী, বড় মহেশখালী, ধলঘাটা, হোয়ানক, কালারমারছড়া, কুতুবজুম, মাতারবাড়ি। উক্ত ইউনিয়ন সমূহে ভোট গ্রহণ হয়েছিল ২০১১ সালের ১৬ এপ্রিল। ৫ বছর পূর্ণ হবে আগামী ১৫ এপ্রিল। ১১ ফেব্রুয়ারী নির্বাচন কমিশনের ওয়েব সাইটে জেলার ১৯টি ইউনিয়ন পরিষদের ভোট গ্রহণের কথা উল্লেখ রয়েছি। অর্থাৎ প্রথম দফায় সারা দেশে ৭৫২টি ইউনিয়ন পরিষদের ভোট গ্রহনের কথা বলা হয়েছে তৎমধ্যে কক্সবাজারের উক্ত ১৯টি ইউনিয়ন পরিষদের নাম রয়েছে।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

ঈদগাঁওর কালিরছড়ায় অসহায় মানুষের মুখে হাসি ফুটাতে প্রার্থী হলেন নুরুল আমিন

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :কক্সবাজারের ঈদগাঁও ইউনিয়নের ৫নং ওয়ার্ডে অসহায় ও হত দরিদ্র মানুষের মুখে ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/