সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / প্রাকৃতিক ও পরিবেশ / ঈদগাঁওতে দিনে গরম, রাতে কুয়াশায় শীতল হাওয়া

ঈদগাঁওতে দিনে গরম, রাতে কুয়াশায় শীতল হাওয়া

https://i0.wp.com/coxview.com/wp-content/uploads/2021/11/winter-grass.jpg?resize=554%2C554&ssl=1

এম আবু হেনা সাগর; ঈদগাঁও :

ভোরের আলোর মাধ্যমে প্রকৃতি পায় একটি নতুন দিন। পাখিদের কিচির মিচিরের মধ্য দিয়ে আকাশ আলো করে জেগে উঠে সূর্য। কৃষকের ফসলি জমি ছেয়ে গেছে সবুজের সমারোহে। ফসলি জমির সবুজ আর ঘাস, গাছ-পালার ডগায় জমে থাকা শিশির বিন্দু সকালের প্রকৃতিতে এক অপরূপ সৌন্দর্য।

কক্সবাজারের নবগঠিত উপজেলা ঈদগাঁওতে সন্ধার পর থেকে অনুভূত হচ্ছে শীত শীত ভাব। সন্ধ্যা গড়িয়ে রাত বাড়তেই কুয়াশাচ্ছান্ন হয়ে শীত আগমনী বার্তা জানান দিচ্ছে।

শেষ রাতে শীতে গা শির শির করে উঠছে। রাত থেকে ভোর পর্যন্ত কুয়াশায় ঢাকা পড়ে চারদিকে। সবুজ ঘাস আর গাছের পাতায় জমছে শিশির কণা। মাঠে বেড়ে উঠে সবুজ ধান। দিনে গরম আর রাতে কুয়াশার শীতল হাওয়া বইতে শুরু করেছে। গ্রামীণ জনপদে রাত থেকে সকাল অবধি হালকা শীত, কুয়াশা জানিয়ে দেয় শীতের আগমন।

সকালে ঘাসের ডগায় আর বৃক্ষরাজি পাতায় পাতায় জমে থাকা শিশির বিন্দু জানান দেয় শীতের আগমনী বার্তা। এখন প্রকৃতিতে ঠান্ডা হাওয়ায় শীতের পরশ।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2024/04/Sagar-23-4-2024.jpeg

ফরেস্ট রেঞ্জার’স ওয়েলফেয়ার এসোসিয়েশন কমিটি ঘোষণা : রিয়াজ সহ-সভাপতি মনোনীত

  এম আবু হেনা সাগর; ঈদগাঁও :বাংলাদেশ ফরেস্ট রেঞ্জার’স ওয়েলফেয়ার এসোসিয়েশনের কমিটি ঘোষণা করা হয়েছে। ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/