সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / ক্রীড়া / ডুলাহাজারায় বীর মুক্তিযোদ্ধা রমজান আলী স্মৃতি গোল্ডকাপ ফুটবল শুরু

ডুলাহাজারায় বীর মুক্তিযোদ্ধা রমজান আলী স্মৃতি গোল্ডকাপ ফুটবল শুরু

sports-news-1pic

ক্রীড়া প্রতিবেদক; কক্সভিউ :

বীর মুক্তিযোদ্ধা, জেলা কমান্ডার মরহুম রমজান আলী সিকদার গোল্ড কাপ ফুটবল টুর্ণামেন্ট উৎসব মুখর পরিবেশের মধ্যে দিয়ে ২৭অক্টোবর ডুলাহাজারা উচ্চ বিদ্যালয় মাঠে শুরু হয়েছে। উদ্বোধনী ম্যাচে শিরোপা প্রত্যাশী খুটাখালী অল স্টার ফুটবল ক্লাব শক্তিশালী লোহাগাড়া খেলোয়াড় সমিতিকে টাইব্রেকারে ৬-৫ গোলে (সাডেন ডেথ) হারিয়ে শুভ সূচনা করেছে। দু’ দলের উপভোগ্য ম্যাচটি নির্ধারিত সময় গোল শূন্য ড্র ছিল। দু’ দলেই ধীমান, জাহাঙ্গীর, সুমন, সালাহ উদ্দিন, শামীম, সোহেলের মতো  ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজারের তারকা ফুটবলাররা অংশ নেন। প্রায় হাজার পাঁচেক দর্শক দু’ দলের প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ ম্যাচটি উপভোগ করেন।

এদিকে  ডুলাহাজারা ক্রীড়া উন্নয়ন পরিষদ আয়োজিত নক্ আউট পদ্ধতির এ টুর্ণামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও টুর্ণামেন্টের প্রধান পৃষ্ঠপোষক আলহাজ্ব জাফর আলম (বিএ অর্নাস, এমএ)। ডুলাহাজারা ক্রীড়া সংসদের সভাপতি সাইফুল এহেসান চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিদের মধ্যে ছিলেন- জেলা আওয়ামী লীগের উপদেষ্টা কামাল হোছাইন চেয়ারম্যান, ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন, বিশিষ্ট আওয়ামী লীগ নেতা নুরুল হোছাইন, বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি কক্সবাজার জেলা শাখার সভাপতি এম আর মাহবুব, ক্রীড়া সংগঠক মাষ্টার রুকন উদ্দিন, শামসুল আলম, চিন্টু দাশ, ডুলাহাজারা ক্রীড়া উন্নয়ন পরিষদের সভাপতি মনছুর আলম, সাধারণ সম্পাদক মাষ্টার সাইফুল ইসলাম, টুর্ণামেন্ট কমিটির অধ্যাপক মনজুর আলম, মো: ইব্রাহিম, অধ্যক্ষ এরশাদ হোছাইন, মেম্বার ফখরুদ্দিন, নুরুল আবছার, ফরিদুল আলম, রফিকুল ইসলাম প্রমূখ।

এর আগে প্রধান অতিথি বেলুন উড়িয়ে টুর্ণামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং দু’ দলের খেলোয়াড় এর সাথে পরিচিত হন।

পরবর্তী খেলা: ঈদগাঁ খেলোয়াড় সমিতি বনাম টেকনাফ খেলোয়াড় সমিতি।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

ঈদগাঁওর কালিরছড়ায় অসহায় মানুষের মুখে হাসি ফুটাতে প্রার্থী হলেন নুরুল আমিন

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :কক্সবাজারের ঈদগাঁও ইউনিয়নের ৫নং ওয়ার্ডে অসহায় ও হত দরিদ্র মানুষের মুখে ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/