সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / তথ্য ও প্রযুক্তি / ফেসবুকের ‘f’এর সঙ্গে কিছুর মিল পাচ্ছেন কি?

ফেসবুকের ‘f’এর সঙ্গে কিছুর মিল পাচ্ছেন কি?

facebookআমরা যে এত ফেসবুক…ফেসবুক করি, কখনও ভেবে দেখেছি বা জানার চেষ্টা করেছি ফেসবুকের ‘f’ এর সঙ্গে কি কোনও কিছুর সামঞ্জস্য রয়েছে কি না? অনেকেই বলবেন এর প্রয়োজনই বা কী আছে? কিন্তু কারও না কারও কৌতুহল এই সামঞ্জস্য খুঁজে বের করেছে।

১২ বছর হয়ে গেল ফেসবুক এসেছে। এর মধ্যে অনেক পরিবর্তনও হয়েছে। কখনও লোগোয়, কখনও বা লুকে। ম্যাট নাভারা এক ওয়েবসাইটের ডিরেক্টর ফেসবুকের একটি লোগো তাঁর টুইটার অ্যাকাউন্টে পোস্ট করে এর অর্থ বোঝানোর চেষ্টা করেছেন।

তিনি সেখানে যে ছবিটি পোস্ট করেন সেই ছবিতেই ‘f’ এর অর্থ বোঝানোর চেষ্টা করেছেন? ম্যাট জানান, কোনও ব্যক্তি দাঁড়িয়ে ফেসবুক করলে তাঁকে দেখতে অনেকটা ইংরেজি ছোট হরফের ‘f’-এর মতো দেখতে লাগে। যদিও ফেসবুক থেকে ম্যাটের বিষয়টি নিয়ে কিছু বলা হয়নি।

সূত্র: দেশেবিদেশেডটকম,ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2023/06/Missile-Iran.jpg

শব্দের চেয়ে ১৪ গুণ বেশি দ্রুতগামী ইরানের হাইপারসনিক

‘ফাত্তাহ’ নামের এই ক্ষেপণাস্ত্রের ছবি প্রকাশ করেছে আইআরএনএ। অনলাইন ডেস্ক : ইরান তাদের প্রথম হাইপারসনিক ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/