সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / তথ্য ও প্রযুক্তি / বন্ধ হচ্ছে সিটিসেল, গ্রাহকদের অন্য সেবা নেয়ার পরামর্শ

বন্ধ হচ্ছে সিটিসেল, গ্রাহকদের অন্য সেবা নেয়ার পরামর্শ

Citycell -logo

বারবার নোটিশ দেয়ার পরও তরঙ্গ নবায়ন ফি পরিশোধ না করায় মোবাইল অপারেটর কোম্পানি সিটিসেলের লাইসেন্স বাতিল করতে যাচ্ছে বিটিআরসি।

রোববার বিটিআরসি থেকে সিটিসেলের গ্রাহকদের উদ্দেশে প্রচারিত এক নোটিশে এমন ইঙ্গিত দেয়া হয়েছে।

নোটিশে বলা হয়েছে, সিটিসেল কর্তৃপক্ষ তরঙ্গ নবায়নের দ্বিতীয় ও তৃতীয় কিস্তির টাকা নির্ধারিত সময় অতিবাহিত হওয়ার পরও পরিশোধ করেনি। তাদের কাছে সরকারের পাওনা ৪৭৭.৫১ কোটি টাকা। এমতাবস্থায় টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন অনুযায়ী বিটিআরসি এখন তাদের বিরুদ্ধে যেকোনো ব্যবস্থা নিতে পারে।

নোটিশে গ্রাহকদের প্রতি বলা হয়েছে, বিকল্প সেবা গ্রহণের জন্য (অপারেটর পরিবর্তন) আগামী ১৬ আগস্ট পর্যন্ত সময় পাবেন সিটিসেলের গ্রাহকরা।

উল্লেখ্য, নেটওয়ার্ক সমস্যার কারণে ইদানীং অব্যাহতভাবে গ্রাহক হারাচ্ছে বাংলাদেশে প্রথম দিকের মোবাইল অপারেটর কোম্পানি সিটিসেল। দেশের একমাত্র সিডিএমএ সেবাদারকারী প্রতিষ্ঠানও এটি।

Citycell

চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত সিটিসেলের মোট গ্রাহক ছিল ৭ লাখ ৯৯ হাজার। দুই মাসের ব্যবধানে (২৬ মে) তাদের গ্রাহক সংখ্যা কমে হয়েছে ৭ লাখ ৬৮ হাজারে।

গত পাঁচ বছরে সিটিসেল মোট ১১ লাখের বেশি গ্রাহক হারিয়েছে। ২০১০ সালের আগস্ট মাসে সিটিসেলের গ্রাহক সংখ্যা ছিল ২২ লাখ ৯৫ হাজার। চলতি বছরের জানুয়ারিতে তাদের গ্রাহক সংখ্যা কমে দাঁড়ায় ১২ লাখ ৭৬ হাজারে।

সূত্র:banglamail24.com ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2023/06/Missile-Iran.jpg

শব্দের চেয়ে ১৪ গুণ বেশি দ্রুতগামী ইরানের হাইপারসনিক

‘ফাত্তাহ’ নামের এই ক্ষেপণাস্ত্রের ছবি প্রকাশ করেছে আইআরএনএ। অনলাইন ডেস্ক : ইরান তাদের প্রথম হাইপারসনিক ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/