সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / ক্রীড়া / মেসিই এখন আর্জেন্টিনার সর্বকালের সর্বোচ্চ গোলদাতা

মেসিই এখন আর্জেন্টিনার সর্বকালের সর্বোচ্চ গোলদাতা

Sports- Messi

আর্জেন্টিনার কোচ জেরার্ডো মার্টিনো বলেছিলেন, কোপা আমেরিকাতেই গ্যাব্রেইল বাতিস্তুতার রেকর্ডটা ভেঙে ফেলবেন লিওনেল মেসি। হলো ঠিক তা-ই। বুধবার স্বাগতিক কোপার সেমিফাইনালের খেলায় যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচের ৩২ মিনিটে দুর্দান্ত এক গোল করে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেলেন তিনি। বনে গেলেন আর্জেন্টিনার জাতীয় দলের হয়ে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা।

আর্জেন্টিনার হয়ে ৫৪ গোল বাতিস্তুতাকে পেছনে ফেললেন বার্সেলোনা সুপারস্টার। জাতীয় দলের হয়ে ৫৫টি গোল যোগ হয়েছে মেসির নামের পাশে। যদিও উইকেপিডিয়ায় বাতিস্তুতার গোলসংখ্যা দেখানো হয়েছে ৫৬টা। তবে ১৯৯৫ সালে স্লোভাকিয়ার যুব দলের বিপক্ষে করা দুটি গোল গণ্য করেনি আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন।

৫৫তম গোল করতে মেসির লেগেছে ১১২ ম্যাচ। অপরদিকে বাতিস্তুতা ৫৫ গোল করতে খেলেছেন মাত্র ৭৮ ম্যাচ। ৬৪ ম্যাচে ৩৫ গোল নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছেন হারনান ক্রেসপো।

সূত্র:banglamail24.com

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

কোয়ান্টাম কসমো স্কুলের হ্যান্ডবল টিম জাতীয় চ্যাম্পিয়ন, #https://coxview.com/quantum-cosmo-school-and-college-sports-rafiq-2-10-23/

কোয়ান্টাম কসমো স্কুলের হ্যান্ডবল টিম জাতীয় চ্যাম্পিয়ন

  মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : সিলেটে অনুষ্ঠিত ৫০তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় হ্যান্ডবল ফাইনাল ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/