সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ঈদগাঁওতে বিএনপি পরিবারের নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ

ঈদগাঁওতে বিএনপি পরিবারের নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ

এম আবুহেনা সাগর; ঈদগাঁও :

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার যাত্রাপথে বর্ণাঢ্যভাবে অভিনন্দন ও শুভেচ্ছা জানাবে ঈদগাঁও সাংগঠনিক উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনসমূহ। তারা সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের নতুন অফিস বাজার হতে ঈদগাঁওর মাছুয়াখালী ট্রান্সপোট পর্যন্ত ব্যানার, ফেস্টুন, প্লে-কার্ড ইত্যাদি হাতে নিয়ে মহাসড়কের দু’পার্শ্বে অভিনন্দন জানাবে। তারই আলোকে ২৭ অক্টোবর সকাল ১০টার দিকে ইসলামপুর বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যেগে নতুন অফিস বাজারে ইউনিয়ন বিএনপির সভাপতি এম,মনজুর আলমের নেতৃত্ব লিফলেট বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক ফরিদুল আলম, সাংগঠনিক সম্পাদক ইসলামপুর ইউপি চেয়ারম্যান আবুল কালামসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এ বিষয়ে ঈদগাঁও সাংগঠনিক উপজেলার সিনিয়র সহ সভাপতি এম, মনজুর আলম এ প্রতিবেদককে জানান, চেয়ারপার্সনের কক্সবাজার আগমণ উপলক্ষ্যে হ্যান্ডবিল বিতরণ অব্যাহত রয়েছে। পাশাপাশি আরকান সড়কের ১৫ কিলোমিটার রাস্তা জুড়ে দু পাশে ব্যানার, ফেষ্টুন সহকারে বিপুল সংখ্যক লোকজন নেত্রীকে বরণ করবে। এছাড়া শনিবার পুরো এলাকায় মাইকিং করা হবে বলেও ইঙ্গিত দেন।

অন্যদিকে উপজেলা যুবদলের সভাপতি আজমগীর জানান, বিএনপির পাশাপাশি যুবদল ও নেত্রীকে বরণ করতে ব্যাপক প্রস্তুতি গ্রহন করেছে।

২৯ অক্টোবর ঈদগাঁও সাংগঠনিক উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনসমূহের নেতৃবৃন্দ বটতলী, শাহ ফকিরা বাজার, ঈদগাঁও বাসস্টেশন, কালিরছড়া বাজার, রশিদ নগর নয়া বাজার, পানিরছড়া গ্যারেজ, মামুন মিয়ার বাজারসহ জনবহুল স্থানে স্ব স্ব ইউনিয়ন বা ইউনিটের উদ্যোগে ব্যানার সহকারে নেত্রীকে অভিবাদন জানাবেন।

এ নিয়ে বৃহত্তর ঈদগাঁওতে বিএনপি পরিবারের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসবের আমেজ বিরাজ করছে। কক্সবাজার সদর-রামু আসনের সাবেক সাংসদ লুৎফুর রহমান কাজলের পরামর্শে সাংগঠনিক উপজেলা বিএনপি এ উদ্যোগ গ্রহণ করেছে।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

ঈদগাঁওর কালিরছড়ায় অসহায় মানুষের মুখে হাসি ফুটাতে প্রার্থী হলেন নুরুল আমিন

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :কক্সবাজারের ঈদগাঁও ইউনিয়নের ৫নং ওয়ার্ডে অসহায় ও হত দরিদ্র মানুষের মুখে ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/