মুকুল কান্তি দাশ; চকরিয়া :
কক্সবাজারের চকরিয়ায় চুরি মামলায় ২বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মো. শাহজাহান (২৮)কে ৫ বছর পর গ্রেপ্তার করেছে পুলিশ।
থানার উপপরিদর্শক সুকান্ত চৌধুরীর নেতৃত্বে অভিযান চালিয়ে রবিবার খুটাখালী উত্তর মেধাকচ্ছপিয়া মোহাম্মদ রফিকের ছেলে শাহাজানকে গ্রেপ্তার করে।
এছাড়া একইদিন উত্তর লক্ষ্যারচর থেকে নবী হোছনের ছেলে নারী ও শিশু নির্যাতন মামলার ওয়ারেন্টী আসামী মিজানুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃত দুই আসামীকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বখতিয়ার উদ্দিন চৌধুরী নিশ্চিত করেছেন।