সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / জনপ্রিয় প্রযোজকের বিরুদ্ধে ২৪ নারীকে ধর্ষণের অভিযোগ!

জনপ্রিয় প্রযোজকের বিরুদ্ধে ২৪ নারীকে ধর্ষণের অভিযোগ!

মার্কিন তারকা রোস ম্যাকগাওয়ানের (ডানে) সাথে হার্ভে উইনেস্টেন।

মার্কিন চলচ্চিত্র প্রযোজক হার্ভে উইনস্টেইনের (৬৫) বিরুদ্ধে ২৪ নারীকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। অভিযোগকারীদের মধ্যে রয়েছে হলিউডের জনপ্রিয় তারকা অ্যাঞ্জেলিনা জোলি, গিনেথ প্যালট্রো ও রোজ ম্যাকগোবান।

বিবিসি বাংলা’র এক প্রতিবেদনে বলা হয়েছে, ইতোমধ্যেই মিরাম্যাক্স এবং উইনস্টেইন কোম্পানী ৮১টি অস্কার পুরষ্কার পেয়েছে। তবে যৌন নিপীড়নের অভিযোগের প্রেক্ষাপট নিয়ে নতুন করে সিদ্ধান্ত নেয়া হতে পারে বলে জানিয়েছে অস্কার পুরষ্কার প্রদানকারী সংস্থা দ্য ইউএস অ্যাকাডেমী।

নিউইয়র্ক টাইমস পত্রিকায় এক লিখিত বিবৃতিতে হার্ভে উইনস্টেনের বিরুদ্ধে নিজেদের অভিযোগের কথা জানিয়েছেন অ্যাঞ্জেলিনা জোলি ও গিনেথ প্যালট্রো।

এদিকে মার্কিন অভিনেত্রী রোজ ম্যাকগোবান অভিযোগ জানান, এক হোটেলে হার্ভি তাকে ধর্ষণ করে। অ্যাঞ্জেলিনা জোলি এবং নিগিনথ পাল্ট্রো, এই দুই অভিনেত্রীও অভিযোগ তুলে হার্ভির বিরুদ্ধে। ধর্ষণের পর, হার্ভির ভয়ে নাকি অনেক নারীকেই চুপ থাকতে হয়েছে। বহু অভিনেত্রীকেই হার্ভি মিটিং বা পার্টির নামে হোটেলে ডেকে মাসাজ করতে বাধ্য করতেন। আর এইভাবে শুরু হত যৌন উৎপীড়ন।

তবে হার্ভে উইনস্টেনের দাবি, তার বিরুদ্ধে আনা বেশিরভাগ অভিযোগই মিথ্যা।

 

সূত্র:ইতি আফরোজ-priyo.com;ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

ঈদগাঁওর কালিরছড়ায় অসহায় মানুষের মুখে হাসি ফুটাতে প্রার্থী হলেন নুরুল আমিন

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :কক্সবাজারের ঈদগাঁও ইউনিয়নের ৫নং ওয়ার্ডে অসহায় ও হত দরিদ্র মানুষের মুখে ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/