সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / ক্রীড়া / আইপিএল চিয়ারলিডার সম্পর্কে ৯ গোপন তথ্য

আইপিএল চিয়ারলিডার সম্পর্কে ৯ গোপন তথ্য

আইপিএলে চিয়ারলিডারদের শারীরিক কসরত বিনোদনের বাড়তে মাত্রা যোগ করেছে। ক্রিকেট মাঠে চার-ছক্কা-উইকেট পতনের সঙ্গে সঙ্গে দর্শকের সঙ্গে চিয়ারলিডাররা শুরু করে নাচের ভঙ্গিমায় শারীরিক কসরত।

চিয়ারলিডারদের জানাঅজানা কিছু তথ্য:

* বেশির ভাগ চিয়ারলিডারই উচ্চশিক্ষিত। অধিকাংশরাই পড়াশোনা চালানোর খরচ হিসেবে মৌসুমি এই পোশাক বেছে নেন।

* খেলা চলাকালীন চিয়ারলিডারদের সর্বক্ষণ দর্শকদের বিনোদন দিতে ক্রিকেটারদের মতই ঘাম ঝরাতে হয়। তবে গ্যালারিতে তাদের উদযাপন করার জন্য মাঠের বাইরে রীতিমতো কসরত করতে হয়। পারিশ্রমিক অবশ্য ক্রিকেটারদের তুলনায় অনেক কম।

* দর্শকদের পাশাপাশি অনেক সময় অনেক ক্রিকেটাররাও চিয়ার গার্লদের প্রতি ‘দুষ্টু-মিষ্টি’ ব্যবহার করে থাকেন। অতীতে এমন দৃষ্টান্তও রয়েছে। তবে সুন্দরীরা মনে করেন, এগুলো প্রফেশনাল হ্যাজার্ডের অংশ।

* অবাক করা সত্যি, অধিকাংশ চিয়ারলিডারই নিজেদের পোষাক’আগলি’ বলে মনে করেন।

* হাজার হাজার দর্শকদের সামনে ছোট পোশাক পরে লাস্যময়ী নাচের জন্য বিশেষভাবে গ্রুমিং করা হয় চিয়ারলিডারদের।

* লাতিন আমেরিকা, আমেরিকা ও ইউরোপ থেকে বিভিন্ন সংস্থার বাছাই করা চিয়ারলিডাররাই ফ্রাঞ্চাইজি সংসারে প্রবেশাধিকার পান।

* আইপিল কি কর্ণবিদ্বেষী? শ্বেতাঙ্গিনী চিয়ারলিডারদের ঘিরে বহুবারই এমন প্রশ্ন উঠেছে, জবাব মেলে না।

* মঞ্চে নাচতে থাকা চিয়ারলিডারদের প্রতি দর্শকদের কু-ইঙ্গিতপূর্ণ বাক্যবাণ নিক্ষেপ ভীষণই স্বাভাবিক ঘটনা।

* মাঠের ম্যাজিক গ্যালারিতে ছড়িয়ে দেন এই চিয়ারলিডাররাই।

সূত্র:somoynews.tv;ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

আজ মহান মে দিবস, May Day, https://coxview.com/may-day-2/

আজ মহান মে দিবস

  নিজস্ব প্রতিনিধি :আজ ১ মে, বুধবার। মহান মে দিবস। এটি আন্তর্জাতিক শ্রমিক আন্দোলনের উদ্‌যাপন ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/