সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ইউছুপেরখীল ক্রীড়া সংস্থার নতুন কমিটি গঠিত

ইউছুপেরখীল ক্রীড়া সংস্থার নতুন কমিটি গঠিত

এম আবুহেনা সাগর; ঈদগাঁও :

কক্সবাজার সদরের ঐতিহ্যবাহী ইসলামাবাদ ইউছুপেরখীল ক্রীড়া সংস্থার নতুন কমিটি গঠন সম্পন্ন হয়। ২৪ জুলাই বিকেল ৪টায় ইউছুপেরখীল সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে ঈদগাহ আলমাছিয়া ফাজিল মাদরাসার শিক্ষক মাস্টার বেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দুই বছরের জন্য নতুন কমিটি গঠিত হয়েছে। মুহাম্মদ আবুর পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। মাস্টার নূরুল ইসলাম, সানাউল্লাহ সানি এবং আহসানুল হকের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ব্যারিস্টার নুরুল আজিম, আবছার কামাল, মাস্টার জসিম উদ্দিন, তৈয়ব তাহের, নুর মোহাম্মদ নোমান, আবদুল্লাহ আল মামুন কাওসার, ক্রীড়া সংস্থার প্রতিষ্ঠাতা তাজুল ইসলাম মিন্টু প্রমুখ।

উপদেষ্টামন্ডলী ও ক্রীড়া সংস্থার সদস্যদের যৌথ এ সভায় সভার পারমর্শক্রমে সভাপতি পদে আবদুল্লাহ আল মামুন কাওসার এবং সাধারণ সম্পাদক পদে মিজবাহ উদ্দিন নির্বাচিত হয়। কমিটির অপরাপর সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি নুর মুহাম্মদ নোমান, সহ-সভাপতি সোহেল উমর, সহ-সভাপতি ঈমাম হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ হোসেন জনি, অর্থ সম্পাদক মিজানুর রহমান সওদাগর, সাংগঠনিক সম্পাদক জামিল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আবরার ফয়সাল, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ ফারুক, ক্রীড়া সম্পাদক মুহাম্মদ সোহেল, সহ-ক্রীড়া সম্পাদক জাহেদুল ইসলাম, ফুটবল বিষয়ক সম্পাদক জয়নাল আবেদিন, ক্রিকেট বিষয়ক সম্পাদক মছুদ বাকি বিল্লাহ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক সরওয়ার কামাল, প্রচার সম্পাদক সাদ্দাম হোসেন, দপ্তর সম্পাদক জসিম উদ্দিন নির্বাচিত হয়।

সভায় অন্যদের মধ্যে মাহবুব সিকদার, জিয়াবুল হক সিকদার, আবদুল জব্বারসহ শতাধিক ক্রীড়ামোদী অংশ নেন।

উল্লেখ্য, ইউছুপেরখীল ক্রীড়া সংস্থা খেলাধুলার পাশাপাশি সমাজ সেবামূলক বিভিন্ন কার্যক্রম সম্পন্ন করে আসছে।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2024/04/Sagar-23-4-2024.jpeg

ফরেস্ট রেঞ্জার’স ওয়েলফেয়ার এসোসিয়েশন কমিটি ঘোষণা : রিয়াজ সহ-সভাপতি মনোনীত

  এম আবু হেনা সাগর; ঈদগাঁও :বাংলাদেশ ফরেস্ট রেঞ্জার’স ওয়েলফেয়ার এসোসিয়েশনের কমিটি ঘোষণা করা হয়েছে। ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/