সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ঈদগাঁওতে মুড়ির দাম উর্ধ্বমুখী : বিপাকে ক্রেতারা

ঈদগাঁওতে মুড়ির দাম উর্ধ্বমুখী : বিপাকে ক্রেতারা

 

এম আবুহেনা সাগর; ঈদগাঁও :

পবিত্র রমজানে ইফতারের প্রধান অনুষঙ্গ হচ্ছে মুড়ি। সারা বছর মুড়ি খেলেও ইফতারে মুড়ির কদর তুঙ্গে। ইফতারিতে ছোট-বড় প্রায় সবারই অন্যতম আকর্ষণ পিয়াজু, ছোলার সাথে সুস্বাদু মুড়ি মাখা। তবে যেনতেন মুড়ি হলে কি আর তৃপ্তি পাওয়া যায়? চাই ভেজাল মুক্ত হাতে ভাজা সুগন্ধী মুড়ি। তবে এ মুড়ির দ্বিগুণ দাম জেলা সদরের ঈদগাঁওতে। ৫০ টাকার মুড়ি বর্তমানে ৭৫ টাকায় বিক্রি হচ্ছে হরদম।

বাজার ঘুরে দেখা যায়, রাত পার হলেই পবিত্র মাহে রমজান। এ রমজানকে ঘিরে ইফতারীর অন্যতম উপকরন মুড়ির দাম নিয়ে হিমশিম খাচ্ছে ভোক্তা সাধারন। একদিনে করোনায় কর্মহীন হয়ে পড়েছেন লোকজন, অন্যদিকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের চড়া দামে বেকায়দায়ও পড়েন মানুষ। বাজারের বিভিন্ন পয়েন্টে মুড়ি বিক্রি হচ্ছে দ্বিগুণ দামে।

মুসলমানদের সিয়াম সাধনার মাস পবিত্র রমজান শুরু। কয়েক ক্রেতা জানান, রমজানের পূর্বেও যে মুড়ি ৫০ টাকায় বিক্রি হয়েছিল, বর্তমানে সেই মুড়ি বিক্রি ৭৫/৮০ টাকায়।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

আজ মহান মে দিবস, May Day, https://coxview.com/may-day-2/

আজ মহান মে দিবস

  নিজস্ব প্রতিনিধি :আজ ১ মে, বুধবার। মহান মে দিবস। এটি আন্তর্জাতিক শ্রমিক আন্দোলনের উদ্‌যাপন ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/