সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ঈদগাঁওর কালিরছড়ায় খাল খননের দাবীতে লিখিত আবেদন এলাকাবাসীর

ঈদগাঁওর কালিরছড়ায় খাল খননের দাবীতে লিখিত আবেদন এলাকাবাসীর

স্টাফ রিপোটার; ঈদগাঁও :

কক্সবাজার সদরের ঈদগাঁও কালিরছড়ার খাল খনন দাবীতে উপজেলা নির্বাহী কর্মকতার কাছে লিখিত আবেদন জানিয়েছেন এলাকাবাসী।

ঈদগাঁও ইউনিয়নে কালিরছড়া গ্রামটিতে খালের উভয় পাশে যুগযুগ ধরে এই এলাকার লোকজন বসবাস এবং উভয় পাশে সরকারী গোপাড়ি পথ থাকায় এলাকার জনগন চলাচল রাস্তা হিসেবে এটি ব্যবহার করে আসছে। সাম্প্রতিক সময়ে কালিরছড়ার খালটি পাহাড়ী ঢলের কারনে দুই পাশ ভরাট হয়ে যায়। এছাড়াও বন্যার পানির কারনে ৮/১০ হাজার লোকজনের চলাচল রাস্তাটি ভেঙ্গে খালের সাথে বিলীন হয়ে গেছে।

যার ফলে এলাকার ফসলী জমি বন্যার পানিতে ডুবে চাষের অনুপযোগী হয়ে পড়ে। যাতে করে, এলাকার লোকজন চলাচলে চরম দূর্ভোগ আর দূর্গতিতে পড়েছে।

এমতাবস্থায় ঈদগাঁও ইউনিয়নের মাছুয়াখালী মৌজার কালিরছড়া গ্রামের খালটি পূর্বে মরহুম জামাল উদ্দিনের বাড়ী হতে পশ্চিমে খোরশেদ আলমের বাড়ী পর্যন্ত খাল খনন করা জরুরী।

এ আবেদনে কক্সবাজার সদর আসনের সাংসদ সাইমুম সরওয়ার কমল এবং ঈদগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছৈয়দ আলমের সুপারিশও রয়েছে।

স্থানীয় জনগণের সুবিধার্থে সরকারী ভাবে খাল খনন করার প্রতি আহবান জানান এলাকাবাসীর পক্ষে- ইউপি সদস্য মাহমুদুল হাসান মিনার, কাইয়ুম উদ্দিন, ইফতেখারুল আলম চৌধুরী রুমেল, মাঈন উদ্দিন চৌধুরী ও নুরুল আমিন সোনা মিয়া।

স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি জানান, কালিরছড়ার এই খালটি খনন না হলে অসংখ্য পথচারী নানাভাবে অসুবিধায় পড়বে। এমনকি খালের উভয় পাড়ের যাতায়াত সড়কটি বিলীন হয়ে যাবে খালের সাথে। দ্রুত সময়েই খাল খনন দাবী।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

আজ মহান মে দিবস, May Day, https://coxview.com/may-day-2/

আজ মহান মে দিবস

  নিজস্ব প্রতিনিধি :আজ ১ মে, বুধবার। মহান মে দিবস। এটি আন্তর্জাতিক শ্রমিক আন্দোলনের উদ্‌যাপন ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/