সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / নির্বাচন সংক্রান্ত / ঈদগাঁও উপজেলায় বিশাল ব্যবধানে ঈগলকে হারিয়ে নৌকার বিজয়

ঈদগাঁও উপজেলায় বিশাল ব্যবধানে ঈগলকে হারিয়ে নৌকার বিজয়

 

এম আবু হেনা সাগর; ঈদগাঁও :

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার (৩) ঈদগাঁও উপজেলায় বিশাল ব্যবধানে নৌকা মনোনীত প্রার্থীর কাছে হারলো ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী।

 

এ রিপোর্ট লেখা পর্যন্ত ঈগল প্রতীক স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার মিজান সাঈদ ঈদগাঁও উপজেলায় ভোট পেলেন ৬ হাজার ৫শ ৫০ ভোট। প্রতিদ্বন্দ্বি হিসেবে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকে প্রার্থী আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল পেলেন ২৩ হাজার ৪শ ১২ ভোট। ১৬ হাজার ৮শত ৬২ ভোটের ব্যবধানে ঈগলকে পরাজিত করেছেন নৌকা মনোনীত প্রার্থী।

 

নবসৃষ্ট ঈদগাঁও উপজেলার ৫টি ইউনিয়নের ৩৬ টি কেন্দ্রে রবিবার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চল মান থাকলেও ভোটার উপস্থিতি কম ছিল। কোন ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

 

ভোটারেরা যাতে নির্বিঘ্নে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে সেটা নিশ্চিত করতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ,আনসার, বিজিবি ও সেনাবাহিনীর টিম মাঠে কাজ করেছেন।

 

এ উপজেলায় সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা ৩০ হাজার ৮শত ২৯। ভোটের শতকরা হার ৩৫.১৪। প্রাথমিক বেসরকারি ফলাফল বার্তা প্রেরণ শিট ঈদগাঁও উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটারিং অফিসার সুবল চাকমা স্বাক্ষরিত তথ্যে এমনটি জানা যায়।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2024/04/Sagar-23-4-2024.jpeg

ফরেস্ট রেঞ্জার’স ওয়েলফেয়ার এসোসিয়েশন কমিটি ঘোষণা : রিয়াজ সহ-সভাপতি মনোনীত

  এম আবু হেনা সাগর; ঈদগাঁও :বাংলাদেশ ফরেস্ট রেঞ্জার’স ওয়েলফেয়ার এসোসিয়েশনের কমিটি ঘোষণা করা হয়েছে। ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/