সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / নির্বাচন সংক্রান্ত / ঈদগাঁও উপজেলায় ভোটার সংখ্যা ৮৭ হাজার ৭৩৭ জন

ঈদগাঁও উপজেলায় ভোটার সংখ্যা ৮৭ হাজার ৭৩৭ জন

https://i0.wp.com/coxview.com/wp-content/uploads/2021/07/Map-Sagar-.jpg?resize=620%2C436&ssl=1

 

নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :

আগামী ৭ জানুয়ারী অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। জেলার ৪টি সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ১৬ লক্ষ ৫০ হাজার ৯৬০ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৮ লক্ষ ৭৩ হাজার ৪৮০ জন এবং মহিলা ভোটার ৭ লক্ষ ৭৭ হাজার ৪৭৮ জন। হিজড়া ভোটার রয়েছে টেকনাফে ২ জন। মোট ভোট কেন্দ্র ৫৫৬টি।

 

ভোট কক্ষ স্থায়ী ৩ হাজার ৫০৭টি। অস্থায়ী বুথ ১৬টি। প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোট ২৬ জন। জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নাজিম উদ্দিন এসব তথ্য জানিয়েছেন।

 

কক্সবাজার-৩ ঈদগাঁও- রামু- কক্সবাজার আসনে মোট ভোটার ৪ লক্ষ ৮৯ হাজার ৬১০ জন। এরমধ্যে পুরুষ ভোটার ২ লক্ষ ৬০ হাজার ৫৯৭ জন এবং মহিলা ভোটার ২ লক্ষ ২৯ হাজার ১৩ জন। মোট ভোট কেন্দ্র ১৭৬টি। মোট বুথ সংখ্যা ১ হাজার ৩০টি। পুরুষ বুথ ৫৩১টি। মহিলা বুথ ৩৯৯টি। অস্থায়ী বুথ ১৬টি। প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোট ৬ জন।

 

এ আসনের মধ্যে কক্সবাজার সদর উপজেলায় মোট ভোটার ২ লক্ষ ১৭ হাজার ১২২ জন। রামু উপজেলায় মোট ভোটার ১ লক্ষ ৮৪ হাজার ৭৫১ জন ও ঈদগাঁও উপজেলায় মোট ভোটার ৮৭ হাজার ৭৩৭ জন।

 

এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবল চাকমার কার্যালয় থেকে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের নিয়োগ দেয়া শুরু হয়। অন্যদিকে নির্বাচনী প্রচারণা বন্ধ রাখতে একই দিন মাইকিং করা হয়েছে।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2024/04/Sagar-23-4-2024.jpeg

ফরেস্ট রেঞ্জার’স ওয়েলফেয়ার এসোসিয়েশন কমিটি ঘোষণা : রিয়াজ সহ-সভাপতি মনোনীত

  এম আবু হেনা সাগর; ঈদগাঁও :বাংলাদেশ ফরেস্ট রেঞ্জার’স ওয়েলফেয়ার এসোসিয়েশনের কমিটি ঘোষণা করা হয়েছে। ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/