সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / নির্বাচন সংক্রান্ত / ঈদগাঁও উপজেলার পাঁচটি ইউনিয়ন নির্বাচনে হেভিওয়েট প্রার্থীরা মাঠে : প্রচারণাও চলছে

ঈদগাঁও উপজেলার পাঁচটি ইউনিয়ন নির্বাচনে হেভিওয়েট প্রার্থীরা মাঠে : প্রচারণাও চলছে

 

এম আবু হেনা সাগর; ঈদগাঁও :
কক্সবাজারে নবসৃষ্ট ঈদগাঁও উপজেলার পাঁচটি ইউনিয়নের সাধারণ নির্বাচনের তারিখ ঘোষিত হওয়ার পরপরেই সম্ভাব্য প্রার্থীরা নড়েচড়ে বসতে শুরু করেছে। চলছে গ্রামাঞ্চলে প্রচারণাও। এতে করে দীর্ঘবছর অপেক্ষার থাকা প্রার্থীরা আবারো নতুন করে উজ্জীবিত হয়েছে।


জানা যায়, আগামী ২৮এপ্রিল ঈদগাঁও উপজেলাধীন পাঁচটি ইউনিয়ন পরিষদের নির্বাচন হতেই যাচ্ছেন। এমনি খবরে বিভিন্ন ইউনিয়নের সম্ভাব্য হেভিওয়েট প্রার্থীগণ দৌড়ঝাপ শুরু করে দেন। ভোটারদের কাছে কৌশল বিনিময় আর দোয়া চাচ্ছেন। এমনকি উঠান বৈঠকে চমক দেখাচ্ছেন প্রার্থীরা।


উপজেলা পরিষদ নির্বাচনের আগে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার খবরে ইউপি চেয়ারম্যান,মেম্বার প্রার্থীরা ইতিমধ্যে নিজেদেরকে বিজয়ী করতে প্লানও করতে যাচ্ছেন। তবেই
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রার্থীগণের নামই উচ্চারিত হচ্ছে ব্যাপক হারে। নির্বাচনের দিনক্ষণ যতই ঘনিয়ে আসছে, ততই প্রার্থী ও ভোটারদের মাঝে উৎসাহ উদ্দীপনা বৃদ্ধি পাচ্ছে। আবার বহু প্রার্থী নিরব দর্শকের ভূমিকায় রয়েছেন।


অন্যদিকে ঈদগাঁও ইউনিয়ন পরিষদের সম্ভাব্য প্রার্থীর তালিকায় রয়েছেন- সাবেক চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরী, সদর উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক রাজিবুল হক চৌধুরী রিকো, মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান নুরুল হাকিম নুকি ও বর্তমান চেয়ারম্যান ছৈয়দ আলমের নামও সর্বত্রই শোনা যাচ্ছেন।


তবে জালালাবাদ ইউনিয়নে ঈদগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর তাজ জনি, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সেলিম মোরশেদ ফরাজী, মরহুম জসিম উল্লাহ মিয়াজী সন্তান তকী, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল হক, বর্তমান মেম্বার আরমান উদ্দিন ও স্বেচ্ছাসেবকলীগ নেতা নুরুল আলমে নামও ভোটারদের মুখে মুখে শোভা পাচ্ছেন।


ইসলামাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে এবার ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও বর্তমানে সফল মেম্বার সাইফুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান আজাদ, বর্তমান চেয়ারম্যান নুর ছিদ্দিক, সাবেক চেয়ারম্যান নুরুল হক, বর্তমান সফল মেম্বার আবদু রাজ্জাকের নামই ব্যাপক পরিসরে উচ্চারিত হচ্ছেন নানান মহলে।


পোকখালী-ইসলামপুর ইউনিয়নের সম্ভাব্য প্রার্থীগণ ইতিমধ্যে নড়াচড়া দিয়ে উঠেন। তবে গ্রামীণ জনপদের ভোটারদের সাথে কথা হলে তারা জানান, এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নেই কোন দলীয় প্রতীক। পছন্দ এবং যোগ্য প্রার্থীকে ভোটদানের সুযোগ রয়েছে ভোটারদের। এবার তবে গ্রামগঞ্জের ভোটারদের ভালবাসায় সিক্ত হয়ে জনপ্রতিনিধি হয়ে উঠে আসতে হবে প্রার্থীদেরকে।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2024/04/Sagar-23-4-2024.jpeg

ফরেস্ট রেঞ্জার’স ওয়েলফেয়ার এসোসিয়েশন কমিটি ঘোষণা : রিয়াজ সহ-সভাপতি মনোনীত

  এম আবু হেনা সাগর; ঈদগাঁও :বাংলাদেশ ফরেস্ট রেঞ্জার’স ওয়েলফেয়ার এসোসিয়েশনের কমিটি ঘোষণা করা হয়েছে। ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/