সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / ঈদগাঁও খাল থেকে বৃদ্ধার লাশ উদ্ধার

ঈদগাঁও খাল থেকে বৃদ্ধার লাশ উদ্ধার

https://coxview.com/wp-content/uploads/2021/10/lash-water-sagar-1.10.21.jpg

ঈদগাঁও খাল থেকে বৃদ্ধার লাশ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :

কক্সবাজারের ঈদগাঁও খাল থেকে ফাতেমা বেগম নামীয় এক বৃদ্ধা নারীর ভাসমান লাশ উদ্ধার করে ঈদগাঁও পুলিশ। সে ইসলামাবাদ ইউনিয়নের দক্ষিণ ইউছুফেরখীল গ্রামের মৃত বশরত আলীর স্ত্রী। মৃত ফাতেমা ২ পুত্র ও ৩ কন্যা সন্তানের জননী।

বৃদ্ধার মেঝ ছেলে শফি আলম জানান, গত ২৯ সেপ্টেম্বর (বুধবার) সকাল থেকে তার মা মৃত ফাতেমা বেগমকে খুঁজে পাওয়া যাচ্ছিলনা। মাকে খুঁজে পাওয়ার জন্য অনেক চেষ্টাও চালিয়েছেন তিনি এবং পরিবারের অপরাপর সদস্যরা। কিন্ত কোথাও তার হদিস মেলেনি। ১ অক্টোবর সকাল ১০ টা’র দিকে ঈদগাঁও নদীতে গোসল করতে নামে হিন্দু পাড়ার গ্রামের যুবক দুলাল। যুবক সেখানে বৃদ্ধার ভাসমান লাশ দেখতে পান এবং এলাকাবাসীকে বিষয়টি জানায়।

এলাকাবাসী এ ব্যাপারে ঈদগাঁও থানা পুলিশকে অবগত করলে সকাল ১১ টার দিকে এসআই রুহুল আমিনের নেতৃত্বে একদল পুলিশ নদীতে ভাসমান বৃদ্ধার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পুলিশ কতৃক ঈদগাঁও নদী থেকে বৃদ্ধা নারীর লাশ উদ্ধার করার সংবাদ পেয়ে ছেলে শফিসহ অন্যান্য স্বজনেরা থানায় গিয়ে তার মায়ের লাশ সনাক্ত করে।

এসআই রুহুল আমিন বলেন, সুরত হাল রিপোর্ট তৈরী শেষে ময়না তদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট হাতে পেলে পরবর্তী করনীয় নির্ধারন করা হবে।

ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল হালিম ও ওয়ার্ড মেম্বার দিদারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2024/03/Hamidul-11-3-24.jpg

ঈদগড়ে মোবাইলে জুয়া খেলায় আসক্ত হচ্ছে শিশু কিশোর, বাড়ছে অপরাধ প্রবণতা

  হামিদুল হক; ঈদগড় :কক্সবাজার জেলার পাহাড়ী জনপদ ঈদগড়ে স্মার্ট ফোনের মাধ্যমে লুডু খেলা এখন ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/