সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ঈদগাঁও প্রেসক্লাবের একুশের আলোচনায়- সৎ সাংবাদিকতার স্থান সমাজে অনেক উপরে

ঈদগাঁও প্রেসক্লাবের একুশের আলোচনায়- সৎ সাংবাদিকতার স্থান সমাজে অনেক উপরে

এম আবু হেনা সাগর; ঈদগাঁও :
কক্সবাজারের ঈদগাঁওতে সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, মাতৃভাষা বাংলা খোদার সেরা দান। তাই এ ভাষাকে সঠিক ভাবে জানতে হবে, বলতে হবে, পড়তে হবে, শিখতে হবে, শ্রদ্ধাটাও থাকতে হবে। সাংবাদিকরা বলেন, ২১ ফেব্রুয়ারি শোকের দিন, কারণ দিনটি বহু ভাষা শহিদের রক্তে ভেজা, তবে একই সঙ্গে এ দিনটি আমাদের গর্বের। এ দিনেই তো আমরা মাতৃভাষায় কথা বলার অধিকার ফিরে পেয়েছি’।

ঈদগাঁও প্রেস ক্লাবের উদ্যোগে অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সাংবাদিকরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে, ২১ ফেব্রুয়ারির স্মৃতি ও দিনটির মূল্য বোধ নিয়ে কথা বলেন।

সাংবাদিক বক্তারা বলেন, ভাষা আন্দোলনের সাফল্যই প্রতিটি আন্দোলন সংগ্রামে অনুপ্রেরণা যুগিয়েছে। ভাষা আন্দেলনের অনুপ্রেরণায় আমাদের মহান মুক্তিযুদ্ধে বিজয় এসেছে। ভাষা আন্দোলনের অনুপ্রেরণায় আমরা একটি স্বাধীন ও স্বার্বভৌম রাষ্ট্র পেয়েছি।

ঈদগাঁও বাজারের পাবলিক লাইব্রেরী মিলনায়তনে একুশে ফেব্রুয়ারি রাতে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ও সমাপনী বক্তব্য দেন প্রেস ক্লাব সভাপতি মোঃ রেজাউল করিম।

স্বাগত বক্তব্য দেন প্রেসক্লাব সাধারণ সম্পাদক শেফাইল উদ্দিন। তার সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর বাঙালি, সহ-সভাপতি তৈয়ব জালাল, সহ-সাধারণ সম্পাদক এম, শফিউল আলম আজাদ, সাংগঠনিক সম্পাদক মিছবাহ উদ্দিন, ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ বজলুর রহমান, মিডিয়া ও যোগাযোগ বিষয়ক সম্পাদক এনামুল হক।

উপস্থিত ছিলেন সহ-সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন পিন্টু, অর্থ সম্পাদক ওসমান গনি ইলি, সহ-অর্থ সম্পাদক এম, সরওয়ার সিফা, সমাজকল্যাণ সম্পাদক আলা উদ্দিন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোজাম্মেল হক, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক কাউসার উদ্দিন শরীফ, পরিবেশ বিষয়ক সম্পাদক রফিক উদ্দিন লিটন, সদস্য আজিজুর রহমান রাজু ও নুরুল আজিম মিন্টু।

এতে ভাষা সংগ্রামীদের মাগফিরাত কামনায় দোয়া ও বিশেষ মোনাজাত পরিচালনা করেন তৈয়ব জালাল। শুরুতে পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ করেন হাফেজ বজলুর রহমান।

নেতৃবৃন্দ বাংলা ভাষায় সঠিক ও শুদ্ধভাবে সংবাদ তৈরি, উপস্থাপন, সংবাদও সাংবাদিকতায় পেশাদারিত্বও সততা অবলম্বনসহ নৈতিকতাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার কথা বলেন।
গণমুখী এ পেশাটিকে জনগণের আরো দোর গোড়ায় এগিয়ে নিতে তারা সততা ও নিষ্ঠার সাথে সাংবাদিকতা করার আহ্বান জানান। তারা বলেন, সৎ সাংবাদিকতার স্থান সমাজে অনেক উপরে। ব্যক্তিগত আচার-আচরণের মাধ্যমে এ সম্মান ও মর্যাদাকে দিন দিন আরো উচ্চকিত করতে হবে।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2024/04/Sagar-23-4-2024.jpeg

ফরেস্ট রেঞ্জার’স ওয়েলফেয়ার এসোসিয়েশন কমিটি ঘোষণা : রিয়াজ সহ-সভাপতি মনোনীত

  এম আবু হেনা সাগর; ঈদগাঁও :বাংলাদেশ ফরেস্ট রেঞ্জার’স ওয়েলফেয়ার এসোসিয়েশনের কমিটি ঘোষণা করা হয়েছে। ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/