সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / আন্তর্জাতিক / ঐতিহাসিক বৈঠকে অংশ নিতে সিঙ্গাপুরে কিম জং উন

ঐতিহাসিক বৈঠকে অংশ নিতে সিঙ্গাপুরে কিম জং উন

বিমানবন্দরে কিমকে স্বাগত জানান সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণান। ছবি: চ্যানেল নিউজ এশিয়া

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ঐতিহাসিক এক বৈঠকে যোগ দিতে সিঙ্গাপুর পৌঁছেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন।

১০ জুন রবিবার বাংলাদেশ সময় বেলা দেড়টার দিকে কিম সিঙ্গাপুর পৌঁছান। বিমানবন্দরে তাকে স্বাগত জানান সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণান।

আগামী ১২ জুন মঙ্গলবার সিঙ্গাপুরের মূল ভূখণ্ড থেকে আধা ঘণ্টার দূরত্বে অবস্থিত সান্তোসা দ্বীপে কিম-ট্রাম্প ঐতিহাসিক বৈঠকে বসবেন।

যুক্তরাষ্ট্রের ক্ষমতায় থাকা কোনো প্রেসিডেন্টের সঙ্গে উত্তর কোরিয়ার কোনো নেতার এটাই প্রথম বৈঠক হতে যাচ্ছে।

এদিকে জি-৭ সম্মেলনে যোগ দিতে কানাডা যান প্রেসিডেন্ট ট্রাম্প, সেখান থেকে সরাসরি সিঙ্গাপুরে আসার কথা তার। কিমের সঙ্গে বৈঠকের প্রাক্কালে সাংবাদিকদের সামনে ট্রাম্প দাবি করেন, বৈঠকের প্রথম ১০ সেকেন্ডেই তিনি বুঝে যাবেন কিম শান্তি আলোচনার ব্যাপারে আন্তরিক কি না। কিমের সঙ্গে এ বৈঠকের জন্য নিজে শতভাগ প্রস্তুত বলেও দাবি করেন ট্রাম্প।

ট্রাম্পের সঙ্গে সরাসরি বৈঠকে বসতে সম্মতি জানানোর মাধ্যমে কিম জং উন পরমাণু অস্ত্র পরিহার করার ইঙ্গিত দিচ্ছেন বলে ধারণা করছে ওয়াশিংটন।

ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকেই কিম জং উনের সঙ্গে তার তীব্র বাদানুবাদ ও কথার লড়াই চলে আসছে। এ কথার আক্রমণ একটা পর্যায়ে ব্যক্তিগত আক্রমণেও রূপ নেয়।

মুখোমুখি বৈঠকের আগে কিম-ট্রাম্প উভয়ই সিঙ্গাপুরে প্রধানমন্ত্রী লি সিয়েন লুংয়ের সঙ্গে স্বাক্ষাৎ করবেন।

সূত্র:priyo.com;ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2023/06/Missile-Iran.jpg

শব্দের চেয়ে ১৪ গুণ বেশি দ্রুতগামী ইরানের হাইপারসনিক

‘ফাত্তাহ’ নামের এই ক্ষেপণাস্ত্রের ছবি প্রকাশ করেছে আইআরএনএ। অনলাইন ডেস্ক : ইরান তাদের প্রথম হাইপারসনিক ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/