সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / তথ্য ও প্রযুক্তি / বিশ্বের সবচেয়ে স্মার্ট ও দ্রুতগতির সুপার কম্পিউটার এখন যুক্তরাষ্ট্রের

বিশ্বের সবচেয়ে স্মার্ট ও দ্রুতগতির সুপার কম্পিউটার এখন যুক্তরাষ্ট্রের

সুপার কম্পিউটার সামিট। ছবি: ওক রিজ ন্যাশনাল ল্যাবরেটরি

দ্রুতগতির সুপার কম্পিউটারের তালিকায় এতদিন যুক্তরাষ্ট্র চীনের পেছনে থাকলেও এবার শীর্ষে চলে এসেছে। মার্কিন কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান আইবিএম ও এনভিডিয়া যৌথভাবে বিশ্বের সবচেয়ে স্মার্ট ও দ্রুত গতির সুপার কম্পিউটার উন্মুক্ত করেছে।

৮ জুন, শুক্রবার যুক্তরাষ্ট্রের জ্বালানি বিভাগ থেকে উন্মুক্ত করা হয় কম্পিউটারটি। নতুন এই সুপার কম্পিউটারের নাম দেওয়া হয়েছে সামিট।

সিনবিস’র সঙ্গে সাক্ষাৎকারে আইবিএমের প্রধান নির্বাহী কর্মকর্তা গিনি রমেটি বলেন, ‘এই সুপার কম্পিউটার বাস্তবে আমাদের বড় অর্জন। এটি সবচেয়ে স্মার্ট ও দ্রুতগতির সুপার কম্পিউটার।’

প্রতি সেকেন্ডে সর্বোচ্চ দুই লাখ ট্রিলিয়ন হিসাব করার ক্ষমতা রয়েছে এই সুপার কম্পিউটারের। বর্তমানে যুক্তরাষ্ট্রের সবচেয়ে ক্ষমতাধর সুপার কম্পিউটার টাইটানের চেয়ে এটি আটগুণ বেশি ক্ষমতাধর।

রমেটি আরও বলেন, ‘যে পরীক্ষা করতে গবেষকদের ২৭ বছর থেকে ১৩ হাজার বছরের সময় লাগতে পারত, সামিটের মাধ্যমে এখন তারা তা একদিনেই করতে পারবেন এমনকি এটি ব্যবহারের মাধ্যমে ক্যান্সারের চিকিৎসা উদ্ভাবন করা যেতে পারে।’

সামিট আসার আগে বিশ্বের দ্রুততম সুপার কম্পিউটারের মালিক দেশগুলোর তালিকায় পঞ্চম স্থানে ছিল যুক্তরাষ্ট্র।

সূত্র:ফারজানা মাহাবুবা-priyo.com;ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2023/06/Missile-Iran.jpg

শব্দের চেয়ে ১৪ গুণ বেশি দ্রুতগামী ইরানের হাইপারসনিক

‘ফাত্তাহ’ নামের এই ক্ষেপণাস্ত্রের ছবি প্রকাশ করেছে আইআরএনএ। অনলাইন ডেস্ক : ইরান তাদের প্রথম হাইপারসনিক ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/