সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সিঙ্গাপুরে ‘নকল’ কিম জং উন আটক

সিঙ্গাপুরে ‘নকল’ কিম জং উন আটক

সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দর থেকে নকল কিমকে আটক করা হয়। ছবি: এএফপি

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মেলনকে সামনে রেখে সিঙ্গাপুরে আগত কিম জং উনের বেশধারী এক হংকংয়ের নাগরিককে আটক করে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।

৮ জুন, শুক্রবার সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরে তাকে আটক করা হয়।

আটক নকল কিমের প্রকৃত নাম হাওয়ার্ড এক্স। তিনি হংকংয়ের নাগরিক। হাওয়ার্ডের দাবি, সম্মেলনের সময় একটি মল ও সিফুড রেস্তোরাঁর পক্ষে প্রচারণা চালাতে তিনি সিঙ্গাপুরে এসেছেন।

হাওয়ার্ড জানান, আটকের পর পুলিশ কর্মকর্তারা তার ব্যাগ তল্লাশি করেছেন এবং দুই ঘণ্টাব্যাপী জিজ্ঞাসাবাদ শেষে তাকে মুক্তি দিয়েছেন।

সিঙ্গাপুরে এভাবেই ছবির পোজ দেন হাওয়ার্ড। ছবি: এএফপি

হাওয়ার্ড দাবি করেন, পুলিশ তাকে সেন্তোসা আইল্যান্ড ও শাংগ্রিলা হোটেল থেকে দূরে থাকতে বলেছে। আগামী মঙ্গলবার সেন্তোসা আইল্যান্ডের চেপেলা হোটেলে কিম ও ট্রাম্প বৈঠকে বসবেন। আর সিঙ্গাপুর সরফকালে ট্রাম্প শাংগ্রিলা হোটেলে অবস্থান করবেন।

হাওয়ার্ড এক্স আরও জানান, তিনি কোনো বিক্ষোভে অংশ নিয়েছেন কিনা তা পুলিশ জানতে চেয়েছে। তবে সিঙ্গাপুরের পুলিশ এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

সিঙ্গাপুরে শুধুমাত্র নির্দিষ্ট এলাকা হং লিম পার্কে পার্ক কর্তৃপক্ষের অনুমতি নিয়ে বিক্ষোভের আয়োজন করা যায়। অন্য আর সব সমাবেশের জন্য পুলিশের অনুমতি নিতে হয়।

সূত্র:আবু আজাদ-priyo.com;ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/