সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / ‘কুরআনের কোথায় আছে জাতীয় সংগীত গাওয়া যাবে না’

‘কুরআনের কোথায় আছে জাতীয় সংগীত গাওয়া যাবে না’

হাইকোর্ট। ফাইল ছবি

সারা দেশের মাদরাসাগুলোতে বাংলাদেশের জাতীয় সংগীত গাওয়া বাধ্যতামূলক করেছে বাংলাদেশ সরকার। সরকারের এমন সিদ্ধান্তকে চ্যালেঞ্চ করে দায়ের করা রিটটি ‘উত্থাপিত হয়নি’ মর্মে খারিজ করে দিয়েছেন আদালত।

২৭ মার্চ, মঙ্গলবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আজ আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

এ মামলার শুনানির সময় আদালত রিটকারী আইনজীবী তৈমুর আলম খন্দকারকে উদ্দেশ্য করে বলেন, ‘আপনি আমাদের দেখান, পবিত্র কুরআনের কোন জায়গায় বলা হয়েছে যে জাতীয় সংগীত গাওয়া যাবে না? পবিত্র কুরআনের কোথাও লেখা নেই যে জাতীয় সংগীত গাওয়া যাবে না।’

আদালত আরও বলেন, ‘আগে মাদরাসা শিক্ষা ব্যবস্থার পাঠ্যক্রমে (সিলেবাসে) অংক, ইংরেজি ও বিজ্ঞান বিষয় অন্তর্ভুক্ত ছিল না। সময়ের চাহিদা অনুযায়ী এই বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়েছে।’

প্রকারন্তরে মাদ্রাসা শিক্ষার্থীদের ক্ষতি করার জন্যই এ রিট করা হয়েছে বলে উল্লেখ করে আদালত বলেন, ‘স্কুলের শিক্ষার্থীরা জাতীয় সংগীত গাইবে আর মাদ্রাসার শিক্ষার্থীরা গাইবে না, এটা তো হতে পারে না।’

আদালত রিটকারী আইনজীবীকে বলেন, ‘ব্রিটিশ আমলে আমরা ইংরেজি না শিখে পিছিয়ে পড়েছিলাম। মাদরাসা শিক্ষার্থীদের পিছিয়ে দিতে এ ধরনের রিট করা হয়েছে।’

গত ১৯ মার্চ কুড়িগ্রামের সুখদেব ফাজিল মাদরাসার অধ্যক্ষ নুরুল ইসলাম মিয়া ও ঢাকার কদমতলা মাদরাসার দুই শিক্ষার্থীর অভিভাবক এ রিটটি দায়ের করেন।
সূত্র:আমিনুল ইসলাম মল্লিক-priyo.com;ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

আজ মহান মে দিবস, May Day, https://coxview.com/may-day-2/

আজ মহান মে দিবস

  নিজস্ব প্রতিনিধি :আজ ১ মে, বুধবার। মহান মে দিবস। এটি আন্তর্জাতিক শ্রমিক আন্দোলনের উদ্‌যাপন ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/