সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / চকরিয়ায় অসামাজিক কাজে জড়িত অভিযোগে ১৩ যুবক-যুবতী আটক

চকরিয়ায় অসামাজিক কাজে জড়িত অভিযোগে ১৩ যুবক-যুবতী আটক

প্রতিকী ছবি

মুকুল কান্তি দাশ,চকরিয়া:

কক্সবাজারের চকরিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে যুবক-যুবতী ও হোটেল মালিকসহ ১৩ জনকে আটক করা হয়েছে। শনিবার দুপুর ১টার দিকে চকরিয়া পৌরশহরের বাঁশঘাটা সড়কস্থ চৌধুরী বোডিং থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ। তবে হোটেল মালিকের নাম মো.শাহেদ বলে জানা গেছে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, দীর্ঘদিন ধরে পৌরশহরের বাঁশঘাটা সড়কের চৌধুরী বোডিং এ অসামাজিক কার্যকলাপ চলছে বলে অভিযোগ রয়েছে। এরই প্রেক্ষিতে থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো.মিজানুর রহমান, সেকেন্ড অফিসার এসআই তানভীর, এসআই আবদুল খালেকসহ একদল পুলিশ নিয়ে অভিযান চালায়। এসময় ৬ জন যুবতী  ও ৬ যুবককে আটক করি। পরে বোডিংএর মালিক শাহেদও আটক করে থানায় নিয়ে আসি।

তিনি আরো বলেন, যুবতী মূলত পতিতা। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

ঈদগাঁওর কালিরছড়ায় অসহায় মানুষের মুখে হাসি ফুটাতে প্রার্থী হলেন নুরুল আমিন

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :কক্সবাজারের ঈদগাঁও ইউনিয়নের ৫নং ওয়ার্ডে অসহায় ও হত দরিদ্র মানুষের মুখে ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/