সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / চকরিয়ায় হারিয়ে যাওয়া মোবাইল মালিকের হাতে তুলে দিলো পুলিশ

চকরিয়ায় হারিয়ে যাওয়া মোবাইল মালিকের হাতে তুলে দিলো পুলিশ

মুকুল কান্তি দাশ; চকরিয়া :

হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে মালিকের হাতে তুলে দিলেন চকরিয়া থানার অফিসার ইনচার্জ। রবিবার দুপুরে থানার মোবাইল ফোনের মালিক পৌর শহরের লিমন ফেব্রিক্সের মালিক তৌহিদুল ইসলাম হাতে ফোনটি ফেরত দেন ওসি মো.হাবিবুর রহমান।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.হাবিবুর রহমান বলেন, গত বছরের ২ ডিসেম্বর পৌরশহরের লিমন ফেব্রিক্সের মালিক তৌহিদুল ইসলাম লিমনের ব্যবহৃত মোবাইল ফোনটি হারিয়ে যায়। ওইদিন চকরিয়া থানায় একটি জিডি করেন। যার নং (৫৮)।

তিনি আরো বলেন, মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে ওই মোবাইলটি উদ্ধার করি। পরে ৮ মার্চ মোবাইলের মালিককে ফেরত দেয়া হয়। বর্তমান পুলিশ অনেক আধুনিক। আমরা উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে যেকোন হারিয়ে যাওয়া বা ছিনতাই হওয়া মোবাইল সহজেই উদ্ধার করতে সক্ষম।

মোবাইল মালিক তৌহিদুল ইসলাম লিমন বলেন, আমি মোবাইল ফেরত পাবো এটা মাথা থেকে ফেলে দিয়েছিলাম। পুলিশ তাদের প্রযুক্তির সহায়তায় আমার হারিয়ে যাওয়া মোবাইলটি উদ্ধার করেছেন। সত্যি খুব খুশি লাগছে।

এসময় উপস্থিত ছিলেন- চিরিংগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জসিম উদ্দিন,চিরিংগা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জামালা উদ্দিন, থানার কম্পিউটার অপারেটর রাসেল প্রমুখ।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2024/04/Sagar-23-4-2024.jpeg

ফরেস্ট রেঞ্জার’স ওয়েলফেয়ার এসোসিয়েশন কমিটি ঘোষণা : রিয়াজ সহ-সভাপতি মনোনীত

  এম আবু হেনা সাগর; ঈদগাঁও :বাংলাদেশ ফরেস্ট রেঞ্জার’স ওয়েলফেয়ার এসোসিয়েশনের কমিটি ঘোষণা করা হয়েছে। ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/