সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / টেকনাফে আটক বিদেশী নাগরিকের বিরুদ্ধে প্রতরাণা মামলা

টেকনাফে আটক বিদেশী নাগরিকের বিরুদ্ধে প্রতরাণা মামলা

টেকনাফে আটক বিদেশী নাগরিকের বিরুদ্ধে প্রতরাণা মামলা

গিয়াস উদ্দিন ভুলু, টেকনাফ :

টেকনাফ থেকে আটক ফ্রান্সের নাগরিক পুয়েমো চঁচুয়্যার বিরুদ্ধে রবিবার প্রতারণা মামলা দায়ের করেছে পুলিশ।

উল্লেখ্য ২০ দিন আগে ওই ফরাসির সঙ্গে স্থানীয় এক জামায়াতকর্মীকেও আটক করা হয়। তাঁরা বর্তমানে কক্সবাজার কারাগারে আছেন। আদালত গতকালই তাঁদের এ মামলায় শ্যোন অ্যারেস্ট দেখিয়েছেন।ক্যামেরুন বংশোদ্ভ‚ত ফান্সের এই নাগরিকের পাসপোর্টে নাম রয়েছে পুয়েমো চঁচুয়্যা। পাসপোর্টের তথ্য অনুযায়ী তিনি একজন খ্রিস্টান। তিনি নিজেকে মুসলিম দাবি করেছেন এবং নাম বলে বেড়াচ্ছেন মুসা বিন ইয়াকুব। তিনি দেশী-বিদেশী জঙ্গিবাদের সঙ্গেও জড়িত রয়েছে বলে জানা গেছে। আরও বিভিন্ন তথ্য নিয়ে জানা যায়,সে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। এসব তথ্য পাওয়ার পর পুলিশ সক্রিয় রয়েছে। এমনকি পুলিশ তাঁকে ইতিমধ্যে দুই দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেও এসব সন্দেহের কোনো ক‚ল-কিনারায় পৌঁছাতেপারেনি।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান খোন্দকার জানান, উক্ত ফরাসি এই নাগরিক মিথ্যা পরিচয় দিয়ে বিশ্বাস ভঙ্গ করেছেন। তিনি ফ্রান্সের পাসপোর্টে খ্রিস্টান হিসেবে বাংলাদেশে প্রবেশ করেছেন। অথচ তিনি নিজেকে মুসলমান পরিচয় দিয়ে যাচ্ছেন। বাংলাদেশে একজন পর্যটক পরিচয়ে ঢুকলেও পরে নিজেকে একটি ইসলামী এনজিওর প্রতিনিধি হিসেবে পরিচয় দিয়ে যাচ্ছেন। তিনি আরও বলেন, এসব কারণে তিনি এবং তাঁর সঙ্গে আটক স্থানীয় জামায়াতকর্মী আবদুস সালামের বিরুদ্ধে বাংলাদেশ দন্ডবিধি আইনের ৪০৬/৪১৯/১১৪ ধারায় মামলা রুজু করা হয়েছে। মামলাটির বাদী হয়েছেন টেকনাফ থানার উপপরিদর্শক গৌতম রায় সরকার। ২১ ডিসেম্বর রাতে কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়নের হাবিরছড়া থেকে বিজিবির সদস্যরা ওই দুজনকে আটক করেন।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/