সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / নির্বাচন সংক্রান্ত / ঢাকার দুই সিটির ভোটের তারিখ পরিবর্তনের দাবি হিন্দু পরিষদের

ঢাকার দুই সিটির ভোটের তারিখ পরিবর্তনের দাবি হিন্দু পরিষদের

স্বরসতী পূজার জন্য ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণের তারিখ পরিবর্তনের চায় বাংলাদেশ হিন্দু পরিষদ। বুধবার (২৫ ডিসেম্বর) বিকালে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে চিঠি দিয়ে সংগঠনটির পক্ষ থেকে এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে অনুরোধ জানানো হয়।

বাংলাদেশ হিন্দু পরিষদের সাধারণ সম্পাদক সাজন কুমার মিত্র স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, আগামী ৩০ জানুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে ভোটগ্রহণের সময় নির্ধারণ করা হয়েছে। ওই তারিখে সনাতন ধর্মালম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব স্বরসতী পূজা অনুষ্ঠিত হবে। প্রত্যেকের নিজ নিজ বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, পাড়া মহল্লা, ক্লাবসহ বিভিন্ন স্থানে এ পূজা অনুষ্ঠিত হয়ে থাকে। ফলে ওইদিন ভোট হলে রাজধানীর একটি বৃহৎ অংশের ভোটগ্রহণে বা পূজা উৎসব পালনে বিঘ্ন ঘটবে।

চিঠিতে এ বিষয়টি বিবেচনায় নিয়ে ভোটগ্রহনের তারিখ পরিবর্তনের অনুরোধ করা হয়।

 

সূত্র: deshebideshe.com – ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

ঈদগাঁওতে উৎসবমুখর ভোটগ্রহণ : নারী ভোটারদের উপস্থিতি : অপ্রীতিকর ঘটনা ঘটেনি

  এম আবু হেনা সাগর; ঈদগাঁও :কক্সবাজারের ঈদগাঁও উপজেলার জালালাবাদ, ইসলামপুর ও ঈদগাঁও ইউনিয়নে ব্যাপক ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/