সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / নতুন চাল উঠার পরেও ঈদগাঁওতে কমেনি চালের দাম

নতুন চাল উঠার পরেও ঈদগাঁওতে কমেনি চালের দাম

 

নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :

নতুন ধানের চাল আসার পরেও কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও বাজারে কমেনি চালের দাম নিয়ন্ত্রণের বাইরে। এতে বিপাকে পড়েন নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষ। দিশেহারা হয়ে পড়েন খেটে খাওয়া সাধারণ লোকজন।

বাজারের চাল ব্যবসায়ীর সাথে কথা হলে তারা জানান, নতুন চাল আসার পরেও পুরাতন চালের দাম এখনো কমেনি। পূর্বের ন্যায় থেকে গেছে দাম। সর্বনিম্ন চালের দাম দুই হাজার টাকা বলেও জানায়।

দ্বিগুণ দামে চাল বিক্রয়ে বিপাকে পড়েছে বৃহত্তর ঈদগাঁওর সাধারণ লোকজন। দৈনিক আয়ের উপর নির্ভরশীল লোকজন হিমশিম খাচ্ছেন প্রতিনিয়ত।

টমটম চালক কাসেম জানান, যে চালের বস্তা দুই হাজার টাকায় কিনেছিল, সে চালের বস্তা আরো বেড়েছে। নতুন চাল আসলেও কমেনি পুরাতন চাল। গাড়ী চালিয়ে দৈনিক যা আয় করে, তা দিয়ে সংসার কোনভাবে চলেনা।

চাল ব্যবসায়ী আহমদ ছৈয়দ, বশির, পুতু জানান, চলতি মৌসুমে ফসলের মাঠ থেকে ধান কর্তন করে নতুন চাল আসার পরেও কমেনি পুরাতন চালের।

মিল মালিক নুরুল আজিম জানান, গ্রামগঞ্জে ধান নেই। ধান ব্যবসায়ীরা ধান পাচ্ছেনা। সেই সুবাদে বৃদ্ধি পেয়েছে চাল।

শামসুল আলম, ইমরানসহ সাধারণ মানুষ জানান, চাল বাজারে নেই মূল্য তালিকা। অতিরিক্ত দামে হিমশিম খাচ্ছে অসহায় ও দৈনিক আয়ের লোকজন। খুচরা চাল কিনতে গিয়ে একেক দামে বিক্রি করছে বিক্রেতারা।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

আজ মহান মে দিবস, May Day, https://coxview.com/may-day-2/

আজ মহান মে দিবস

  নিজস্ব প্রতিনিধি :আজ ১ মে, বুধবার। মহান মে দিবস। এটি আন্তর্জাতিক শ্রমিক আন্দোলনের উদ্‌যাপন ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/