সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / পাহাড়ী ঢলে ঈদগড়-ঈদগাঁও সড়কর লন্ড ভন্ড : সংস্কার জরুরী

পাহাড়ী ঢলে ঈদগড়-ঈদগাঁও সড়কর লন্ড ভন্ড : সংস্কার জরুরী

https://i0.wp.com/coxview.com/wp-content/uploads/2021/07/Bhangon-Kamal-28-7-21-.jpeg?resize=480%2C640&ssl=1
কামাল শিশির;  রামু :
কয়েকদিনের টানা বৃষ্টির পানি ও পাহাড়ী ঢলে বর্তমানে রামুর ঈদগড়-ঈদগাঁও সড়ক লন্ড ভন্ড হয়ে পড়েছে।
ফলে ঈদগাঁও উপজেলার সাথে রামুর ঈদগড়ের সাথে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
ওজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলের তোড়ে বুধবার (২৮ জুলাই) সকাল ১০ টায় ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কের পানের ছড়া পয়েন্টে প্রায় ১০০ ফুট সড়ক নদীগর্ভে বিলীন হয়ে গেলে এ পরিস্থিতি সৃষ্টি হয়৷
ঈদগড় সাংবাদিক ও লেখক পরিষদ সাংগঠনিক মোহাম্মদ ইউছুপ  জানান, ঈদগাঁও উপজেলার সাথে সরাসরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় উভয় পাশে যাত্রীবাহী ও পণ‍্যবাহী যানবাহন আটকা পড়েছে।
এ রির্পোট লিখাকালীন সময়ে শত শত জনতা রাস্তাটি পরিদর্শন করলেও সংশ্লিষ্ট দপ্তরের কোন কর্মকর্তা রাস্তাটি পরিদর্শন করেননি।
সড়কের সিএনজি চালকরা জানান, গত কয়েক বছর ধরে উক্ত স্থানে খরস্রোতা ঈদগাঁও নদীর মূল স্রোতধারা সড়কের পাশ দিয়ে প্রবাহিত হলেও ভাঙ্গন প্রতিরোধ অথবা নদী শাসনের কোন উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ফলে সড়কটি নদীগর্ভে বিলীন হয়ে যায়।
সরেজমিন পরিদর্শনে দেখা যায়, সড়কের ভাঙ্গন অংশে কোন মতে সিএনজি, টমটম চলাচল করতে পারে মত স্থানীয়রা গাছ দিয়ে ঠিক করে দেয়। যার ফলে উক্ত যানবাহন গুলো অনেক কষ্টে চলাচল করছে।
উল্লেখ্য,  সড়কের উক্ত স্থানে বিগত বছর গুলোতে বেশ কয়েকবার ভেঙ্গে গিয়েছিল।
রাস্তাটি দ্রুত মেরামত করার জন্য সাংবাদিক মাসেদুল হক আরমান, সেচ্ছাসেবক লীগ যুগ্ম আহবায়ক কামরুল আমিন কমরু, নুরুল আমিন সওদাগর, ডাক্তার সজল শর্মা সত্বর সাইমুম সরওয়ার কমল এমপিসহ সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেন।
Share

Leave a Reply

Advertisement

x

Check Also

ঈদগাঁওর কালিরছড়ায় অসহায় মানুষের মুখে হাসি ফুটাতে প্রার্থী হলেন নুরুল আমিন

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :কক্সবাজারের ঈদগাঁও ইউনিয়নের ৫নং ওয়ার্ডে অসহায় ও হত দরিদ্র মানুষের মুখে ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/