সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / পেকুয়ায় ভিটের সীমানা বিরোধ নিয়ে সংঘর্ষে ৭ নারী আহত

পেকুয়ায় ভিটের সীমানা বিরোধ নিয়ে সংঘর্ষে ৭ নারী আহত

মুকুল কান্তি দাশ; চকরিয়া :

কক্সবাজারের পেকুয়ায় সীমানা বিরোধকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষের ৭ নারী আহত হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শুক্রবার ৮টার দিকে পেকুয়া সদর ইউনিয়নের হরিণাফাঁড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- সামশুন নাহার (৫০), আনারকলি (১৮), হামিদা (৩২), কুলছুমা (১৪), সমশুন নাহার (৪৫), রহিমা (১৭) ও সামিনা আক্তার (২৫)।

প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার সদরের হরিণাফাঁড়ি গ্রামের আলী আহমদের ছেলে আহমদ ছবি ও মৃত তজু মিয়ার ছেলে জব্বরের বাড়ি পাশাপাশি। দু’পরিবারের মধ্যে ভিটের সীমানা নিয়ে বিরোধ চলে আসছে দীর্ঘদিন ধরে। এরই জের ধরে শুক্রবার রাতে দু’পরিবারের সদস্যদের মধ্যে প্রথমে বাকবিতন্ডা ও পরে লাঠি-সোটা নিয়ে সংঘর্ষে দু’পক্ষের সাতজন নারী আহত হয়।

এ ব্যাপারে পুলিশ জানায়, সংঘর্ষের ব্যাপারে রাত পৌনে ৯টা পর্যন্ত কোন পক্ষই থানায় আসেনি। কেউ অবহিতও করেনি।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

আজ মহান মে দিবস, May Day, https://coxview.com/may-day-2/

আজ মহান মে দিবস

  নিজস্ব প্রতিনিধি :আজ ১ মে, বুধবার। মহান মে দিবস। এটি আন্তর্জাতিক শ্রমিক আন্দোলনের উদ্‌যাপন ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/