সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / আন্তর্জাতিক / বুরকিনা ফাসো হামলায় নিহত ১৬

বুরকিনা ফাসো হামলায় নিহত ১৬

হামলার পরের দৃশ্য।

পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর রাজধানী ওয়াগাদুগুরে ফরাসি দূতাবাস এবং সেনা সদর দপ্তরে সন্ত্রাসী হামলায় ১৬ জন নিহত হয়েছে। ২ মার্চ, শুক্রবার এই হামলার ঘটনা ঘটে। হামলায় আহত হয়েছেন অন্তত ৮০ জন।

বুরকিনা ফাসোর সরকারি তথ্যের বরাত দিয়ে বিবিসির খবরে বলা হয়, নিহত ১৬ জনের মধ্যে দেশটির নিরাপত্তা বাহিনীর আটজন সদস্য এবং হামলাকারীদের আটজন সদস্য নিহত হয়।

এদিকে এএফপির খবরে বলা হয়, ফরাসি দূতাবাসের সামনে একটি গাড়ি থেকে পাঁচজন অস্ত্রধারী নেমেই তারা দূতাবাসের সামনে থাকা সাধারণ পথচারীদের লক্ষ্য করে গুলি চালায়।

দেশটির তথ্যমন্ত্রী রেমিস ফুলগেন্স জানান, হামলার পেছনে ঠিক কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বুরকিনা ফাসোর ফরাসি দূতাবাসের পরিস্থিতি এখন স্বাভাবিক এবং সবকিছু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে বলে সংবাদমাধ্যমে জানানো হয়েছে।

দুবছরের মধ্যে বুরকিনা ফাসোতে এটি তৃতীয় বড় ধরনের হামলা। তবে এ হামলার দায় তাৎক্ষণিকভাবে কেউ স্বীকার করেনি।
সূত্র:ফারজানা মাহাবুবা-priyo.com;ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

আজ মহান মে দিবস, May Day, https://coxview.com/may-day-2/

আজ মহান মে দিবস

  নিজস্ব প্রতিনিধি :আজ ১ মে, বুধবার। মহান মে দিবস। এটি আন্তর্জাতিক শ্রমিক আন্দোলনের উদ্‌যাপন ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/