সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / প্রাকৃতিক ও পরিবেশ / ভারী বৃষ্টিপাতে ঈদগাঁও বাজার প্লাবিত : ফুলেশ্বরী নদীতে অথৈজল

ভারী বৃষ্টিপাতে ঈদগাঁও বাজার প্লাবিত : ফুলেশ্বরী নদীতে অথৈজল

ভারী বৃষ্টিপাতে ঈদগাঁও বাজার প্লাবিত : ফুলেশ্বরী নদীতে অথৈজল Rain ( Flood ) Eidgong -Sagar 27-8-23 (2)

এম আবু হেনা সাগর; ঈদগাঁও :

ভারী বর্ষণে কক্সবাজারের ঈদগাঁও বাজার প্লাবিত হয়। বৃষ্টিপাতে এলাকার ফুলেশ্বরী নদীতে অথৈজল।

টানা বর্ষণ আর উজান থেকে আসা পানিতে ভরপুর ঈদগাঁও বাজারের অলিগলি। রবিবার (২৭ আগস্ট) বিকেল থেকে পুরো ঈদগাঁও বাজার প্লাবিত হয়ে যায়। এতে নানান ব্যবসায়ীক প্রতিষ্ঠানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বাজারের অলিগলির পাশাপাশি বেশ কিছু সংখ্যক দোকানপাঠের ভেতরে পানিতে নিমজ্জিত। এতে প্রায় ২ লক্ষাধিক টাকার মালামালের ক্ষয়ক্ষতি হয়েছে বলে বাজার পরিচালনা পরিষদের অফিস সহকারী দিদারুল ইসলাম জানালেন

ভারী বৃষ্টিপাতে ঈদগাঁও বাজার প্লাবিত : ফুলেশ্বরী নদীতে অথৈজল Rain ( Flood ) Eidgong -Sagar 27-8-23 (1)

তিনি আরো জানিয়েছেন, বাজারের সুপারী গলি, বাঁশঘাটা সড়ক, তেলিপাড়া সড়ক, তরকারি গলিসহ ডিসি সড়ক জুড়ে বন্যার পানিতে সয়লাভ হয়ে যায়। ব্যবসায়ী, পথচারীসহ যানবাহন চলাচলে চালকরা নানাভাবে কষ্ট পাচ্ছেন। আবার ঈদগাহ আদশ উচ্চ বিদ্যালয়ের মাঠ প্লাবিত হওয়ায় পড়ালেখা ব্যাহত হয়েছে।


অন্যদিকে ঈদগাঁও ইউনিয়নের মধ্যম মাইজ পাড়ায় খাল দিয়ে বৃষ্টির পানি সুষ্ঠুভাবে যাতায়াত করতে না পারায় বাড়ীঘরের উঠানে প্লাবিত হয়। যার কারনে কোমলমতি শিশুসহ পরিবারের নর-নারীরা চরম দূর্ভোগে পড়েছে। পাশাপাশি উপজেলার বিভিন্ন ইউনিয়নের নানা স্থানে নিম্মাঞ্চল প্লাবিত হয়। পানির কারনে বহু পরিবার আটকা পড়েছে।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2024/05/Election-Sagar-6-5-24.jpg

ঈদগাঁও উপজেলা নির্বাচনে চারজন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে দ্বিমুখী লড়াইয়ের আভাস

  এম আবু হেনা সাগর;ঈদগাঁও : অবশেষে বহুল প্রত্যাশিত কক্সবাজারের নবসৃষ্ট উপজেলা পরিষদ নির্বাচনে চারজন ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/