সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / নারী ও শিশু / লামায় বাথরুমের বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু

লামায় বাথরুমের বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু

https://i0.wp.com/coxview.com/wp-content/uploads/2023/08/Lash-water-Baby-Rafiq-28-8-23.jpg?resize=540%2C330&ssl=1

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম :

লামায় বাথরুমের বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যুর ঘটনা ঘটে।


জানা যায়, পার্বত্য জেলা বান্দরবানের লামা পৌরসভায় একটি বাসায় বালতির পানিতে ডুবে রাইসা মনি নামে ১৮ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার বেলা ১১টায় পৌরসভার ৬নং ওয়ার্ড লামামুখ এলাকায় এই ঘটনাটি ঘটে।


শিশুটির বাবা মোঃ রফিক সরকার বলেন, রাইসা মনির মা জয়নাব বেগম রান্নাঘরে কাজে ব্যস্ত ছিলেন। তখন অগোচরে বাসার বাথরুমের পানি ভরা বালতিতে উপুড় হয়ে পড়ে যায় রাইসা। পরে সেখান থেকে শিশুটিকে অচেতন অবস্থায় উদ্ধার করে দুপুর ১২টার দিকে লামা সরকারি হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শামীম শেখ বলেন, লাশটি এখনো লামা হাসপাতালে হয়েছে। শিশুটির পরিবারের কারো অভিযোগ না থাকায় পারিবারিক ভাবে দাফন কাপনের জন্য বলা হয়েছে।

রাইসা মনি লামা পৌরসভার লামামুখ গ্রামের মরহুম আব্দুল গফুর সর্দার এর ছেলে ও যুবলীগ নেতা মোঃ রফিক সরকার এর মেয়ে। রাইসা এক ভাই দুই বোনের মধ্যে সবার ছোট।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

তীব্র গরমে লামা পৌর মেয়রের পক্ষ থেকে জনসাধারণের মাঝে পানি বিতরণ; কক্সভিউ ডট কম; https://coxview.com/water-distribution-lama-mayor-rafiq-30-4-24-1/

তীব্র গরমে লামা পৌর মেয়রের পক্ষ থেকে জনসাধারণের মাঝে পানি বিতরণ

লামা পৌরসভার মেয়র মোঃ জহিরুল ইসলাম এর পক্ষ থেকে লামা বাজারে জনসাধারণের মাঝে নিরাপদ পানি ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/