সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অর্থনীতি / রামুতে তরমুজের দাম চডা :হিমশিম খাচ্ছে ক্রেতারা

রামুতে তরমুজের দাম চডা :হিমশিম খাচ্ছে ক্রেতারা

 

কামাল শিশির; রামু :
কক্সবাজারের রামু উপজেলার বিভিন্ন স্থানে পবিত্র মাহে রমজানের শুরুতে বিভিন্ন এলাকায় তরমুজের আগাম দেখা মিললেও দাম কিন্তু চডা।


এক একটা তরমুজের দাম হাকাচ্ছে ৪০০ টাকা থেকে ৭০০ টাকা। সব ফলের দাম বাড়তির পাশাপাশি তরমুজ এর দামও পাল্লা দিয়ে বেড়ে যাওয়ায় হতাশ ক্রেতারা।


রমজানে রাতে একটু হালকা শীত থাকলেও
দিনের শেষে গরম বেড়ে যাওয়ায় এ সুযোগ কাজে লাগাচ্ছে কিছু অসাধু ব্যবসায়ী। তারা তরমুজের অতিরিক্ত দাম হাঁকিয়ে বিক্রি করছে।


এখনো তরমুজের মৌসুম না হলেও লাল রং ও মিষ্টির গ্যারান্টি দিয়ে বিক্রি করছেন বিক্রেতারা। তরমুজগুলো পিস হিসেবে বিক্রি হচ্ছে। কিছু কিছু বাজারে কেজি ধরেও তরমুজ বিক্রি হচ্ছে।


তরমুজ কিনতে আসা ক্রেতা মনজুর বলেন, ২০০ টাকার তরমুজ ৪০০ টাকা, ৫০০ টাকার তরমুজ ৭০০ টাকা এবং ৪০০ টাকায় একটা ছোট তরমুজ কিনেছি ইফতারের জন্য। এ দেশের মানুষ কিছু অসাধু ব্যবসায়ীদের কাছে জিম্মি হয়ে থাকবে।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2024/04/Sagar-23-4-2024.jpeg

ফরেস্ট রেঞ্জার’স ওয়েলফেয়ার এসোসিয়েশন কমিটি ঘোষণা : রিয়াজ সহ-সভাপতি মনোনীত

  এম আবু হেনা সাগর; ঈদগাঁও :বাংলাদেশ ফরেস্ট রেঞ্জার’স ওয়েলফেয়ার এসোসিয়েশনের কমিটি ঘোষণা করা হয়েছে। ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/