সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / লামায় নারী উপ-সহকারী মেডিকেল অফিসারের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

লামায় নারী উপ-সহকারী মেডিকেল অফিসারের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম :

পার্বত্য জেলা লামা সরকারি হাসপাতালের এক নারী উপ-সহকারী মেডিকেল অফিসার গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। সে লামা উপজেলার গজালিয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের উপ-সহকারী মেডিকেল অফিসারের দায়িত্বে রয়েছে।

শুক্রবার (১০ মার্চ) রাত সাড়ে ৭টায় নিহতের শশুর বাড়িতে এই ঘটনা ঘটে।

নিহত উপ-সহকারী মেডিকেল অফিসার সাবরিনা তারান্নুম মেঘলা লামা পৌরসভার মধুঝিরি এলাকার মোঃ শওকত ও লামা হাসপাতালের সিনিয়র নার্স শাহিনা আক্তারের মেয়ে।

নিহতের পরিবারের সূত্রে জানা যায়, সাংসারিক বিষয় নিয়ে সাবরিনা তারান্নুম মেঘলা ও তার স্বামীর সাথে কিছু মনমালিন্য চলছিল। শুক্রবার বিকেলে মেঘলাকে তার বাবা এই বিষয়ে শাসন করলে সে বাবার উপর অভিমান করে শশুর বাড়িতে চলে যায় এবং শুক্রবার রাত সাড়ে ৭টায় শশুর বাড়ির দ্বিতীয় তলায় শয়নকক্ষে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। টের পেয়ে তাকে দ্রুত উদ্ধার করে লামা সরকারি হাসপাতালে আনা হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম চৌধুরী বলেন, হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। লাশের সুরতহাল করা হয়েছে।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2024/04/Sagar-23-4-2024.jpeg

ফরেস্ট রেঞ্জার’স ওয়েলফেয়ার এসোসিয়েশন কমিটি ঘোষণা : রিয়াজ সহ-সভাপতি মনোনীত

  এম আবু হেনা সাগর; ঈদগাঁও :বাংলাদেশ ফরেস্ট রেঞ্জার’স ওয়েলফেয়ার এসোসিয়েশনের কমিটি ঘোষণা করা হয়েছে। ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/