সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ২০২২ সালে শোবিজ অঙ্গনে হারিয়েছি যাঁদের 

২০২২ সালে শোবিজ অঙ্গনে হারিয়েছি যাঁদের 

অনলাইন ডেস্ক :

শোবিজ অঙ্গনের অনেককেই আমরা এ বছর হারিয়েছি। ২০২২ সালে দেশ এবং দেশের বাহিরে সংস্কৃতি অঙ্গনের অনেক তারকাই চলে গেছেন না ফেরার দেশে। হারিয়ে যাওয়া কয়েকজন গুণীজনকে নিয়ে এই আয়োজন। এসব মানুষের শূন্যতা কখনো পূরণ হওয়ার নয়। চলতি বছরে চলে যাওয়া বরেণ্য তারকাদের প্রতি রইল শ্রদ্ধাঞ্জলি—

https://i0.wp.com/coxview.com/wp-content/uploads/2022/12/Entertainment-Lost-Ones-2022-Majharl-Anowar.jpg?resize=540%2C284&ssl=1
গাজী মাজহারুল আনোয়ার

গাজী মাজহারুল আনোয়ার :

গীতিকার, চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক গাজী মাজহারুল আনোয়ার ৪ সেপ্টেম্বর সকাল সাড়ে ৬টায় মারা গেছেন। এদিন, সকাল ১০টায় তার মরদেহ কেন্দ্রীয় শহিদ মিনারে নেয়া হয়। সেখানে রাষ্ট্রীয় সম্মাননা গার্ড অব অনার দেয়া হয়। দুপুরে তাকে শ্রদ্ধা জানাতে মরদেহ নেয়া হয় এফডিসিতে। সেখানে তাকে শেষবারের মতো শ্রদ্ধা জানান তার সহকর্মী ও প্রিয় মানুষেরা। এরপর গুলশানের আজাদ মসজিদে জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হয়। দীর্ঘ ছয় দশক ধরে বেতার, টেলিভিশন ও সিনেমায় অসংখ্য গান লিখেছেন তিনি। ৪১টি চলচ্চিত্র পরিচালনা ও প্রযোজনা করেছেন। বাংলাদেশ টেলিভিশনের জন্মলগ্ন থেকেই গান লিখছেন বিটিভির জন্য। বিবিসির জরিপে সর্বকালের সর্বশ্রেষ্ঠ ২০টি বাংলা গানের তালিকায় তার লেখা ৩টি গান স্থান পেয়েছে। স্বাধীনতাযুদ্ধে বিশেষ অবদানের জন্য রাষ্ট্রপতি স্বর্ণপদক পেয়েছেন গাজী মাজহারুল আনোয়ার। ৫ বার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। শিল্পে অসামান্য অবদানের জন্য ২০০২ সালে তাকে একুশে পদকে ভূষিত করা হয়। 

https://i0.wp.com/coxview.com/wp-content/uploads/2022/12/Entertainment-Lost-Ones-2022-Masum-Aziz.jpg?resize=540%2C330&ssl=1
মাসুম আজিজ

মাসুম আজিজ :
একুশে পদকপ্রাপ্ত অভিনয়শিল্পী, নাট্যকার মাসুম আজিজ ১৭ অক্টোবর বিকেলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি ক্যানসারের পাশাপাশি দীর্ঘদিন ধরে হার্টের সমস্যায়ও ভুগছিলেন। ১৮ অক্টোবর বেলা ১১টায় কেন্দ্রীয় শহিদ মিনারে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এই অভিনেতাকে শেষ শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধা নিবেদন শেষে তাকে পাবনার ফরিদপুর উপজেলার নিজ বাড়িতে মায়ের কবরের পাশে দাফন করা হয়। ‘ঘানি’ সিনেমায় অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি। অভিনয়কলায় অবদানের জন্য একুশে পদক পেয়েছেন তিনি। প্রায় ৪ শতাধিক নাটকে অভিনয় করেছেন মাসুম রেজা। তার অভিনীত উল্লেখযোগ্য কাজের মধ্যে আছে-গহীনে শব্দ, এই তো প্রেম, গাড়িওয়ালা। সরকারি অনুদানে নির্মিত চলচ্চিত্র ‘সনাতন গল্প’ পরিচালনা করেছেন তিনি। এটি ২০১৮ সালে মুক্তি পেয়েছিল। 

https://i0.wp.com/coxview.com/wp-content/uploads/2022/12/Entertainment-Lost-Ones-2022-Alam-Khan.jpg?resize=540%2C302&ssl=1
আলম খান

আলম খান :
বাংলা গানের কিংবদন্তি সুরকার ও সঙ্গীত পরিচালক আলম খান চলে গেছেন গত ৮ জুলাই। দীর্ঘ ক্যারিয়ারে সঙ্গে লড়াই করেছেন তিনি। তার জীবদ্দশায় অসংখ্য কালজয়ী গান সৃষ্টি করেছেন। তিনি একাধারে গীতিকার, সুরকার ও সঙ্গীত পরিচালক ছিলেন। তার সুরারোপিত উল্লেখযোগ্য গানের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে-হায়রে মানুষ রঙিন ফানুস দম ফুরাইলে ঠুস, আমি রজনীগন্ধা ফুলের মতো গন্ধ বিলিয়ে যাই, ডাক দিয়াছেন দয়াল আমারে, কি জাদু করিলা পিরিতি শিখাইলা, তুমি যেখানে আমি সেখানে, সবাই তো ভালবাসা চায়, ভালবেসে গেলাম শুধু, চাঁদের সাথে আমি দেবো না তোমার তুলনা, আমি একদিন তোমায় না দেখিলে, তেল গেলে ফুরাইয়া, আমি তোমার বধূ তুমি আমার স্বামী, জীবনের গল্প বাকি আছে অল্প, মনে বড় আশা ছিল, সাথীরে যেও না কখনো দূরে, বেলি ফুলের মালা পরে, কাল তো ছিলাম ভালো, চুমকি চলেছে একা পথে, ভালবাসিয়া গেলাম ফাঁসিয়া, তুমি কি এখন আমারই কথা ভাবছ, আকাশেতে লক্ষ তারা চাঁদ কিন্তু একটাইরে ইত্যাদি। আলম খান তার ক্যারিয়ারে ৬ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন। সর্বমোট ৬ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি। এর মধ্যে ৫ বার শ্রেষ্ঠ সংগীত পরিচালক ও একবার শ্রেষ্ঠ সুরকার হিসেবে পেয়েছেন। 

https://i0.wp.com/coxview.com/wp-content/uploads/2022/12/Entertainment-Lost-Ones-2022-Sharmila-Ahmed.jpg?resize=540%2C304&ssl=1
শর্মিলী আহমেদ

শর্মিলী আহমেদ :

৮ জুলাই সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ঢাকাই সিনেমার বরেণ্য অভিনেত্রী শর্মিলী আহমেদ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। মঞ্চ, টিভি ধারবাহিক, খণ্ড নাটক ও চলচ্চিত্রের জনপ্রিয় এই অভিনেত্রীর অভিনয় জীবন শুরু হয় মাত্র চার বছর বয়স থেকে। প্রায় ৪০০ টেলিভিশন নাটক ও প্রায় ১০০ চলচ্চিত্রে অভিনয় করেছেন শর্মিলী আহমেদ। ১৯৬২ সালে তিনি রেডিওতে ক্যারিয়ার শুরু করেন। এরপর ১৯৬৪ সালে সিনেমায় অভিনয় শুরু করেন। শর্মিলী আহমেদের স্বামী রকিবউদ্দিন আহমেদও (রূপকার) ছিলেন পরিচালক। তার নির্মিত ‘পলাতক’ ছবিতে অভিনয় করেছেন শর্মিলী আহমেদ। স্বাধীনতা পূর্ববর্তী সময়ে আরও কিছু উর্দু ছবিতেও তিনি অভিনয় করেন। স্বাধীনতার পর ‘রূপালী সৈকতে’, ‘আগুন’, ‘দহন’-এর মতো জনপ্রিয় সব চলচ্চিত্রে ছিল তার সরব উপস্থিতি। তার অভিনীত উল্লেখযোগ্য কাজগুলোর মধ্যে রয়েছে—মালঞ্চ, দম্পতি, আগুন, আবির্ভাব, পৌষ ফাগুনের পালা, মেহেরজান, আবার হাওয়া বদল, বৃষ্টির পরে, আমাদের আনন্দ বাড়ি, আঁচল, আগন্তুক, ছেলেটি, উপসংহার ইত্যাদি।

https://i0.wp.com/coxview.com/wp-content/uploads/2022/12/Entertainment-Lost-Ones-2022-K-G-Mostafa.jpg?resize=540%2C309&ssl=1
কে জি মোস্তফা

কে জি মোস্তফা :

৮ মে রাতে আজিমপুরে নিজ বাসায় শেষ নিশ্বাস ত্যাগ করেন গীতিকার ও সাংবাদিক কে জি মুস্তাফা। ৯ মে বাদ জোহর কে জি মোস্তফার মরদেহ জাতীয় প্রেস ক্লাবে নেয়া হয়। সেখানে জানাজা শেষে আজিমপুর কবরস্থানে তার দাফন করা হয়। ১৯৬০ সাল থেকে চলচ্চিত্র, রেডিও এবং টেলিভিশনে তার লেখা প্রচুর গান প্রচারিত হয়। হাজার গানের গীতিকার কে জি মুস্তাফার সিনেমার গানগুলোর জন্যও জনপ্রিয়।

https://i0.wp.com/coxview.com/wp-content/uploads/2022/12/Entertainment-Lost-Ones-2022-Azizur-Rahman.jpg?resize=540%2C317&ssl=1
আজিজুর রহমান

আজিজুর রহমান :
১৫ মার্চ সকালে কানাডার টরন্টোর একটি হাসপাতালে চিকিৎসাধীন মারা যান বর্ষীয়ান চলচ্চিত্র নির্মাতা আজিজুর রহমান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর। দীর্ঘদিন যাবৎ তিনি শ্বাসকষ্ট ও বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। শেষ এক বছর কৃত্রিম অক্সিজেন ছাড়া চলতে পারতেন না। ২০ মার্চ তার মরদেহ দেশে এসে পৌঁছায়। শহিদ মিনার, এফডিসিতে শ্রদ্ধা ও জানাজা শেষে ২১ মার্চ বগুড়ার সান্তাহারের কলসা গ্রামে মা আবেজান বেগমের কবরেই চিরনিদ্রায় শায়িত হন তিনি।

https://i0.wp.com/coxview.com/wp-content/uploads/2022/12/Entertainment-Lost-Ones-2022-Akbar.jpg?resize=540%2C304&ssl=1
আকবর

আকবর :

হানিফ সংকেতের ‘ইত্যাদি’ অনুষ্ঠানে কিশোর কুমারের ‘একদিন পাখি উড়ে’ গানটি গেয়ে আলোচনায় আসেন তিনি। পরে প্রথম মৌলিক গান ‘তোমার হাতপাখার বাতাসে’ গেয়ে তিনি জনপ্রিয়তা পান। ডায়াবেটিস ও কিডনি জটিলতায় ভুগে ১৩ নভেম্বর দুপুরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন কণ্ঠশিল্পী আকবর। ১৪ নভেম্বর দুপুর ২টার দিকে যশোর শহরতলীর সুজালপুরে গ্রামের বাড়িতে মায়ের কবরের পাশে আকবরকে শায়িত করা হয়।

https://i0.wp.com/coxview.com/wp-content/uploads/2022/12/Entertainment-Lost-Ones-2022-Rayma-Islam-Shimu.jpg?resize=540%2C304&ssl=1
রাইমা ইসলাম শিমু

রাইমা ইসলাম শিমু :

১৭ জানুয়ারি সকাল ১০টার ঢাকার কেরানীগঞ্জ থেকে অভিনেত্রী রাইমা ইসলাম শিমুর (৩৫) বস্তাবন্দি লাশ উদ্ধার করা করে পুলিশ। প্রথমে তার হত্যার দায় চাপানো হয়েছিল তৎকালীন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খানের দিকে। পরে পুলিশ জানায়, পারিবারিক কলহের জেরে তিনি খুন হয়েছেন।

https://i0.wp.com/coxview.com/wp-content/uploads/2022/12/Entertainment-Lost-Ones-2022-Aindrila-Sharma.jpg?resize=540%2C360&ssl=1
ঐন্দ্রিলা শর্মা

ঐন্দ্রিলা শর্মা :

দীর্ঘদিন মৃত্যুর সঙ্গে লড়াই করে গত ২০ নভেম্বর দুপুরে চিরতরে বিদায় নিয়েছেন ভারতের জনপ্রিয় অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। গত ১ নভেম্বর গুরুতর অসুস্থ হয়ে পড়ায় তাকে ভর্তি করানো হয় হাওড়ার এক বেসরকারি হাসপাতালে। তবে শেষ রক্ষা হলো না আর। ক্যান্সারের সঙ্গে লড়াই করে নিশ্বাস ত্যাগ করেছেন তিনি।

বিক্রম গোখলে :

ভারতের প্রবীণ অভিনেতা বিক্রম গোখলে গত ২৬ নভেম্বর দুপুরে পুনের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বেশ কয়েকদিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। বড় পর্দা এবং মঞ্চের প্রবীণ অভিনেতা বিক্রম গোখলে ১৯৭১ সালে অমিতাভ বচ্চনের ‘পারওয়ানা’ সিনেমার মাধ্যমে হিন্দি চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন। তার আগে মারাঠি থিয়েটার এবং সিনেমার একজন বিখ্যাত অভিনেতা ছিলেন দিনি। ৪০ বছরেরও দীর্ঘ ক্যারিয়ারে তিনি বিভিন্ন চলচ্চিত্রে অভিনয় করেছেন।

https://i0.wp.com/coxview.com/wp-content/uploads/2022/12/Entertainment-Lost-Ones-2022-K-K.jpg?resize=620%2C349&ssl=1
কে কে

কে কে :
বলিউডের অন্যতম শ্রোতাপ্রিয় গায়ক কৃষ্ণকুমার কুন্নাথ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তিনি কেকে নামে সর্বাধিক পরিচিত। কলকাতায় সঙ্গীতানুষ্ঠানে যোগ দিতে এসে তিনি না ফেরার দেশে চলে যান। গত ৩১ মে ৫৩ বছর বয়সে তিনি মারা যান। ভারতীয় চলচ্চিত্রের অন্যতম এই বহুমুখী গায়ক হিন্দি, তামিল, তেলেগু, কন্নড় এবং বাংলাসহ বেশ কয়েকটি ভাষায় গান গেয়েছেন।

https://i0.wp.com/coxview.com/wp-content/uploads/2022/12/Entertainment-Lost-Ones-2022-Abhishek-Chatterjee.jpg?resize=540%2C374&ssl=1
অভিষেক চট্টোপাধ্যায়

অভিষেক চট্টোপাধ্যায় :

টালিউড অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায় (৫৮) গত ২৪ মার্চ মারা গেছেন। হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। ১৯৬৪ সালের ৩ এপ্রিল জন্মগ্রহণ করেছিলেন অভিষেক চট্টোপাধ্যায়। তার প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘পথভোলা’। আলোচিত অন্য সিনেমার মধ্যে রয়েছে ‘অমর প্রেম’, ‘মায়াবিনী’, ‘আবির্ভাব’, ‘সংঘর্ষ’, ‘আলো’, ‘ফিরিয়ে দাও’।

https://i0.wp.com/coxview.com/wp-content/uploads/2022/12/Entertainment-Lost-Ones-2022-Pallavi-Dey.jpg?resize=540%2C304&ssl=1
পল্লবী দে

পল্লবী দে :

টেলিপাড়ায় রহস্যমৃত্যু। ১৫ মে আত্মহত্যা করেন আমি সিরাজের বেগম খ্যাত অভিনেত্রী পল্লবী দে। কালার্স বাংলার ধারাবাহিক মন মানে না-তে অভিনয় করছিলেন তিনি। গড়ফার গাঙ্গুলিপুকুর এলাকায় তার বাড়ি থেকেই উদ্ধার হয়েছে দেহ। তবে এটি আত্মহত্যা না কি অন্য কিছু তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। জানা যায় মৃত্যুর আগের দিন শুটিং করেছিলেন তিনি। কোনো অস্বাভাবিকতাও দেখা যায়নি। একই ইঙ্গিত দিচ্ছে তার সোশ্যাল মিডিয়া পোস্টও। ইনস্টাগ্রামে নিজের একটি রিল শেয়ার করেছিলেন পল্লবী। সেই রিল দেখে কেউ আন্দাজ করতে পারবে না যে, আত্মহত্যার মতো সিদ্ধান্ত নিতে পারেন অভিনেত্রী। তাই ঘটনা নিয়ে জলঘোলা শুরু হয়েছে।

হাসান আরিফ :
নন্দিত আবৃত্তিশিল্পী ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ ১ এপ্রিল রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ৫৬ বছর বয়সেই মারা গেছেন তিনি। ২০২১ সালের ডিসেম্বরে করোনা আক্রান্ত হন হাসান আরিফ। তারপর থেকেই শারীরিক অবস্থার অবনতি হলে চার মাস ধরে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। প্রসঙ্গত, হাসান আরিফ নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে দেশের গণতান্ত্রিক ও সাংস্কৃতিক আন্দোলনগুলোতে সোচ্চার ভূমিকা রেখেছেন।

https://i0.wp.com/coxview.com/wp-content/uploads/2022/12/Entertainment-Lost-Ones-2022-Tunisha-Sharma.jpg?resize=540%2C284&ssl=1
তুনিশা শর্মা

তুনিশা শর্মা :
ভারতের শোবিজ অঙ্গনে রহস্যজনক মৃত্যুর মিছিলে ভাটা পড়লেও তা পুরোপুরি থামেনি। তারই ধারাবাহিকতায় এ তালিকায় নাম উঠল দেশটির ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তুনিশা শর্মার। এ ঘটনায় ভারতীয় পুলিশ তার প্রেমিক শেজান খানকে গ্রেফতার করেছে। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। ২৪ ডিসেম্বর মহরাষ্ট্রের ওয়ালিব শহরে একটি সিরিয়ালে শুটিংয়ের সময় মেকআপ রুম থেকে তুনিশার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। তড়িঘড়ি করে নিকটস্থ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ছোটপর্দার ব্যস্ত অভিনেত্রী ছিলেন তুনিশা। ‘আলিবাবা: দাস্তান-ই কাবুল’ নামক একটি সিরিয়ালে নায়িকার চরিত্রে অভিনয় করছিলেন তিনি। ওই সিরিয়ালের শুটিং সেট থেকেই উদ্ধার করা হয়েছে তার মরদেহ। তুনিশা তার ক্যারিয়ার শুরু করেছিলেন শিশুশিল্পী হিসেবে। সিরিয়ালের পাশাপাশি বলিউডেও কাজ করেছেন তিনি। ক্যাটরিনা কাইফের সঙ্গে চেহারায় মিল থাকায় একাধিক ছবিতে তার ছোটবেলার চরিত্রে অভিনয় করেছেন তিনি।

এছাড়াও চলতি বছর আরো হারিয়েছি অভিনেতা আব্দুল্লাহ সাকী, সাগর হুদা, মুকুল তালুকদার, প্রদীপ মুখোপাধ্যায়, অভিনেতা আনিসুর রহমান মিলনের স্ত্রী, নাট্যকর্মী, কাহিনিকার, সংলাপ রচয়িতা, হীরেন দে প্রমুখ।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

ঈদগাঁওর কালিরছড়ায় অসহায় মানুষের মুখে হাসি ফুটাতে প্রার্থী হলেন নুরুল আমিন

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :কক্সবাজারের ঈদগাঁও ইউনিয়নের ৫নং ওয়ার্ডে অসহায় ও হত দরিদ্র মানুষের মুখে ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/