সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / ক্রীড়া / আবতাহি সদর উপজেলার শ্রেষ্ঠ কাব শিশু নির্বাচিত

আবতাহি সদর উপজেলার শ্রেষ্ঠ কাব শিশু নির্বাচিত

প্রেস বিজ্ঞপ্তি :

আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় কক্সবাজার সদর উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কাব শিশু নির্বাচিত হয়েছে নাভিদ মাহবুব আবতাহি। ২৯ জানুয়ারি কক্সবাজার সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস আয়োজিত এই প্রতিযোগিতায় সেরা কাব শিশু বাছাইয়ে আবতাহি সদর উপজেলার একশত সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কাব স্কাউটদের পেছনে ফেলে শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করে। সে কক্সবাজারের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সাহিত্যিকা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র।

কাব স্কাউট আবতাহি বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি কক্সবাজার জেলা শাখার সভাপতি ও দৈনিক আজকের দেশবিদেশ এর চীফ রিপোর্টার এম.আর মাহবুব ও সু গৃহিনী খালেদা জান্নাতের পুত্র। আগামীকাল জেলা পর্যায়ের শ্রেষ্ঠ কাব শিশু বাছাইয়ে আবতাহি কক্সবাজার সদর উপজেলার প্রতিনিধিত্ব করবে। মেয়েদের গ্র“পে বার্মিজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী নিশাত সদর উপজেলা সেরা কাব শিশু নির্বাচিত হয়েছে।

রবিবার বিকেলে লারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে কাব শিশু সহ পঞ্চাশটি ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সদর উপজেলা শিক্ষা অফিসার শেখ আহমদ চৌধুরী, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান শহিদুল আলম বাহাদুর, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ এমদাদুল হক, আবু শামিম।

প্রতিযোগিতার সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন প্রধান শিক্ষিকা কামরুন্নেছা, হোসনেআরা লিলি, ইসমত আরা, সেলিনা আক্তার, নাজমা তাহেরা, বীতা শ্রী ও সহকারী শিক্ষক মোহাম্মদ রেজাউল করিম।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

চট্টগ্রামের পরিবেশ রক্ষায় শক্তিশালী কমিশন গঠন করার প্রস্তাব -এমএএফ’র সেমিনারে

  প্রেস বিজ্ঞপ্তি : প্রাকৃতিক সৌন্দর্য, আন্দোলন সংগ্রাম ও রাজনৈতিক সম্প্রীতির চারণভূমি চট্টগ্রাম। নানা কারণে ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/