সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / ঈদগাঁওতে গরুচোর চক্রের ২ সদস্য আটক

ঈদগাঁওতে গরুচোর চক্রের ২ সদস্য আটক

https://i0.wp.com/coxview.com/wp-content/uploads/2021/03/Handcap-cow-Sagar-20-3-21-news.jpeg?resize=540%2C347&ssl=1

নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :

কক্সবাজার সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের পালাকাটা এলাকা থেকে লুণ্ঠিত গরুসহ সক্রিয় গরু লুটকারী দুই সদস্যকে ধৃত করেছে পুলিশ। ধৃতরা দক্ষিণ পালাকাটা এলাকার নুরুল হুদার ছেলে ফারুক, উত্তর পালাকাটার মোহাম্মদ শফির ছেলে বেলাল। ১৯ই মার্চ সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক পূর্বক গরু উদ্ধার করা হয়।

পুলিশ সূত্র মতে, গত ১৭ মার্চ গভীর রাতে দক্ষিণ মাইজ পাড়া গ্রামের মোহাম্মদ হোসেন ছেলে আবুল বাসারের গোয়াল ঘরে হানা দিয়ে একটি গরু লুট করে নিয়ে যায়। এদিন বাড়ির লোকজন বিষয়টি আঁচ করতে পেরে চিৎকার দিলে ডাকাত দল গরু নিয়ে দ্রুত পালিয়ে যায়।

ভুক্তভোগী গরুর মালিক আবুল বাসার স্থানীয় লোকজন থেকে খবর পেয়ে ডাকাতিতে অংশ নেওয়া বেলালের গতিবিধি সন্দেহ হলে পুলিশকে খবর দেয়। পরে ঈদগাঁও থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে বেলালকে আটক করে। পরে তার স্বীকারোক্তি মোতাবেক অপর গরু লুটকারী ফারুককে ধৃত করে এবং তার বসত বাড়ির একপাশ থেকে লুণ্ঠিত গরুটি উদ্ধার করে।

গরু চোর আটকের সত্যতা নিশ্চিত করেছেন জালালাবাদের ইউপি সদস্য আরমান উদ্দিন।

তবে ইনচার্জ জানান, ঈদগাঁও থেকে গরু লুটকারী ডাকাত, অপহরণকারী ধরতে থানা পুলিশ বদ্ধপরিকর।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2024/03/Hamidul-11-3-24.jpg

ঈদগড়ে মোবাইলে জুয়া খেলায় আসক্ত হচ্ছে শিশু কিশোর, বাড়ছে অপরাধ প্রবণতা

  হামিদুল হক; ঈদগড় :কক্সবাজার জেলার পাহাড়ী জনপদ ঈদগড়ে স্মার্ট ফোনের মাধ্যমে লুডু খেলা এখন ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/