Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / জাতীয় / ট্রেজারি বিভাগের কর্মকর্তাদের পাসপোর্টের কপি সংরক্ষণের নির্দেশ

ট্রেজারি বিভাগের কর্মকর্তাদের পাসপোর্টের কপি সংরক্ষণের নির্দেশ

Bank

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে বিপুল পরিমাণ টাকা চুরির পর দেশের কেন্দ্রীয় ব্যাংকসহ সবগুলো ব্যাংকের সাইবার নিরাপত্তা নিয়ে চিন্তিত সংশ্লিষ্ট সকলে। এ প্রেক্ষাপটে সাবধানতা অবলম্বনের জন্য এখন থেকে ব্যাংকগুলোর ট্রেজারি বিভাগ ও তহবিল ব্যবস্থাপনায় যেসব কর্মকতা কাজ করবেন তাদের পাসপোর্টের কপি সংরক্ষণের জন্য ব্যাংকের চেয়ারম্যানদের নির্দেশ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির।

বুধবার ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদের চেয়ারম্যানদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস’র (বিএবি) প্রতিনিধি দল নতুন গভর্নরের সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করতে গেলে তিনি এ নির্দেশ দেন।

সাক্ষাত শেষে বিএবির চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার সাংবাদিকদের বলেন, ‘আমরা শুভেচ্ছা বিনিময় করতে এসেছিলাম। আমাদের ভালো আলোচনা হয়েছে।’

নিরাপত্তা প্রসঙ্গে সংক্ষিপ্ত আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘গভর্নর মহোদয় ব্যাংকগুলোকে সতর্ক হতে বলেছেন। যারা ট্রেজারি বিভাগ ও ফান্ড ম্যানেজমেন্ট বিভাগে কাজ করে তাদের পাসপোর্টের কপি ও বিস্তারিত পরিচয় সংরক্ষণের জন্য বলেছেন। একইসঙ্গে এসব বিভাগে জনবল পদায়নের (পোস্টিং) ক্ষেত্রে জেনে-বুঝে বিশেষভাবে খোঁজখবর নেওয়ার কথা বলেছেন।’

বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার মজুদ থেকে চুরির ঘটনাকে বড় ধরনের বিপর্যয় উল্লেখ করে তিনি বলেন, ‘ইটস অ্যা ব্যাড ইনসিডেন্ট, ব্ল্যাক ইনসিডেন্টও বটে। এ একটি বড় ধরনের ঘটনা। টাকার অংক যাই হোক, আটশ বা এক কোটি, রিজার্ভের টাকা উদ্ধার হবে এটাই আমাদের আশা।’

এটিএম জালিয়াতি প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যা হবার হয়ে গেছে, আর হবে না। অনেকের পানিশমেন্ট হয়ে গেছে, অনেকের হবে। এতে আমরা শতভাগ না হলেও সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছি।’

এসময় স্টার্ন্ডাড ব্যাংকের চেয়ারম্যান ও এফবিসিসিআয়ের সাবেক সভাপতি কাজি আকরাম উদ্দিন আহমেদ, ইসলামী ব্যাংকের চেয়ারম্যান প্রকৌশলী মোস্তফা আনোয়ারসহ আরো দু’জন বিএবির নেতা উপস্থিত ছিলেন।

সূত্র: প্রিয়ডটকম,ডেস্ক।

Leave a Reply