Home / প্রচ্ছদ / পেকুয়া আ’লীগ নেতা ছৈয়দুল হকের পিতৃ বিয়োগ : বিভিন্ন মহলের শোক

পেকুয়া আ’লীগ নেতা ছৈয়দুল হকের পিতৃ বিয়োগ : বিভিন্ন মহলের শোক

Shok - 4নিজস্ব প্রতিনিধি; পেকুয়া :

কক্সবাজারের পেকুয়া উপজেলা আওয়ামীলীগ নেতা ছৈয়দুল হকের পিতৃ বিয়োগের খবর পাওয়া গেছে। এঘটনায় বিভিন্ন মহল গভীর শোক জানিয়ে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত শান্তি কামনা করে শোকাহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন। জানা যায়, পেকুয়া উপজেলা আওয়ামীলীগের অধুনালুপ্ত কার্যনির্বাহী কমিটির প্রচার সম্পাদক বিশিষ্ট শ্রমিক সংগঠক মোঃ ছৈয়দুল হকের পিতা আলহাজ এমদাদ মিয়া (৭৯) ২১জানুয়ারী বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় নিজ বাসভবনে বার্ধক্য জনিত কারণে ইন্তেকাল কারেন। তিনি উপজেলার সদর ইউনিয়নের গোঁয়াখালী উত্তর বটতলীয়াপাড়া এলাকার মরহুম বজল আহমদের পুত্র। মৃত্যুকালে তিনি ৫পুত্র, ৫মেয়ে ও অসংখ্য আত্মীয় স্বজন গুণগ্রাহী রেখে যান। এদিন বিকাল সাড়ে ৪টায় স্থানীয় উত্তর বটতলীয়াপাড়া জামে মসজিদ প্রাঙ্গনে মরহুমের নামাযে জানাযা শেষে সামাজিক কবরস্থানে মরহুমের মরদেহ দাফন করা হয়।

এদিকে, পেকুয়া উপজেলা আ’লীগ নেতা ও বিশিষ্ট শ্রমিক সংগঠক মোঃ ছৈয়দুল হকের পিতা আলহাজ এমদাদ মিয়ার মৃত্যুতে কক্সবাজার জেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট এ.কে আহমদ হোসাইন, সাধারণ সম্পাদক চকরিয়া-পেকুয়া আসনের মহাজোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ সালাহউদ্দিন আহমদ সি.আই.পি, সাবেক সাধারণ সম্পাদক জননেতা এম. নজরুল ইসলাম চৌধুরী, জেলা আ’লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক এডভোকেট কামাল হোসাইন, চকরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম জেলা আ’লীগ নেতা এস.এম গিয়াসুদ্দিন, পেকুয়া উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাষ্টার আজমগীর চৌধুরী, সাধারণ সম্পাদক মোঃ আবুল কাসেম, আ’লীগ নেতা এটিএম বখতিয়ার উদ্দিন চৌধুরী, সাংবাদিক এম. জহিরুল ইসলাম, পেকুয়া উপজেলা পরিষদ নির্বাচনে আ’লীগ মনোনীত একক চেয়ারম্যান প্রার্থী ও শিলখালী ইউনিয়ন আ’লীগের সভাপতি ওয়াহিদুর রহমান ওয়ারেচী, রাজাখালী ইউপি চেয়ারম্যান আ’লীগ নেতা মোঃ নজরুল ইসলাম সিকদার বাবুল, উজানটিয়া ইউপি চেয়ারম্যান এম.শহিদুল ইসলাম চৌধুরী, আ’লীগ নেতা আবু শামা শামিম, মোঃ ফরিদুল আলম, সাবেক চেয়ারম্যান এম. ইউনুচ চৌধুরী, সদর আ’লীগ সভাপতি এম.আযম খান, সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন, টইটং ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মোঃ জাহেদুল ইসলাম চৌধুরী, উজানটিয়া আ’লীগের সভাপতি এম. তোফাজ্জল করিম চৌধুরী, সাধারণ সম্পাদক শাহজামাল এম.ইউ.পি, শিলখালী ইউনিয়ন আ’লীগের আইন বিষয়ক সম্পাদক সাংবাদিক ছগির আহমদ আজগরী, রাজাখালী আ’লীগ নেতা মাষ্টার নূর মোহাম্মদ, পেকুয়া উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মোঃ বারেক, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ওসমান গণি, পেকুয়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি এসএম মাহাবুব ছিদ্দিকী, সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক এম.দিদারুল করিম সাধারণ সম্পাদক বিডিআর (অবঃ) মোঃ জাহাঙ্গীর আলম প্রমুখ সংবাদপত্রে প্রদত্ত পৃথক বিবৃতিতে আ’লীগ নেতা ছৈয়দুল হকের পিতৃ বিয়োগে গভীর শোক প্রকাশ করে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করে শোকহত পরিবার পরিজনের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।

Leave a Reply