সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / চকরিয়ায় টেক্সী-ম্যাজিক গাড়ির মুখোমুখি সংঘর্ষে গরু ব্যবসায়ী নিহত : আহত-৫

চকরিয়ায় টেক্সী-ম্যাজিক গাড়ির মুখোমুখি সংঘর্ষে গরু ব্যবসায়ী নিহত : আহত-৫

মুকুল কান্তি দাশ; চকরিয়া :

কক্সবাজারের চকরিয়া-মহেশখালী সড়কে সিএনজি চালিত টেক্সী ও ম্যাজিক গাড়ির মুখোমুখি সংঘর্ষে আবদুল মামুন (৩৫) নামের এক গরু ব্যবসায়ী নিহত ও সিএনজি চালকসহ চার যাত্রী আহত হয়েছে। আহতদের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের চট্টগ্রামে মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে চকরিয়া-মহেশখালী সড়কের বাটাখালীস্থ রুহুল কাদের মিয়ার কাচারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবদুল মামুন চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার পশ্চিম গুনদন্ডি এলাকার নোয়াব আলী সওদাগরের ছেলে। আহতরা হলেন-চট্টগ্রামের বোয়াখালীর পূর্ব গুনদন্ডির মৃত আবদুর রশিদের ছেলে ও দৈনিক পূর্বকোণের স্টাফ রির্পোটার নাজিম উদ্দিনের ভাই জসিম উদ্দিন (৩৫), একই উপজেলার পশ্চিম গুনদন্ডির বদি আলম (৫৫), পেকুয়া উপজেলার মগনামা এলাকার মনুর আলীর ছেলে এমতাজুল হক (৫০), মহেশখালী উপজেলার বড় মহেশখালীর মৃত সাদেক আলীর ছেলে মো.শফি (৫০) এবং সিএনজি চালক বদরখালীর বাজার পাড়া এলাকার কামাল উদ্দিন মেম্বারের ছেলে নুর হোসেন (২২)।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে যাত্রীবাহি সিএনজি চকরিয়া থানা রাস্তার মাথা এলাকা থেকে ইলিশিয়া যাচ্ছিল। সিএনজি টেক্সীটি বাটাখালী রুহুল কাদের মিয়ার ঘাটা এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা ম্যাজিক গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে মারা যায় আবদুল মামুন। এসময় সিএনজি চালকসহ অপর চার যাত্রী গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে আহতদের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

চকরিয়া থানা এসআই গোবিন্দ চন্দ্র দাশ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবং নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানান।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2024/04/Election-Sagar-22-4-2024.jpeg

ঈদগাঁও উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান পদে ১৭ জনের মনোনয়ন দাখিল

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : নির্বাচন কমিশন ঘোষিত দ্বিতীয় ধাপের তফশিল অনুযায়ী আগামী ২১ মে ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/