সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / শিক্ষা-দিক্ষা / থাইংখালী উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও অভিভাবক সমাবেশ

থাইংখালী উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও অভিভাবক সমাবেশ

হুমায়ুন কবির জুশান, উখিয়া :

উখিয়ার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান থাইংখালী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছাত্রছাত্রীদের বিদায়ী অনুষ্ঠানে বক্তারা বলেন, স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের অক্লান্ত পরিশ্রমে বছর বছর এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সুনামের সহিত পরিক্ষায় কৃতিত্ব অর্জন করছে। অনুরূপ এবারও এসএসসি পরীক্ষায় সফলতা অর্জন করে বিদ্যালয়ের সুনাম অক্ষুন্ন রাখার শপথ নিয়ে প্রত্যেক ছাত্রছাত্রীকে অতিরিক্ত পড়ালেখায় মনোনিবেশ করতে হবে।

শনিবার সকাল ১০ টায় বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও ইউপি সদস্য মোজাফ্ফর আহমদ সওদাগর, প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, পালংখালী ইউনিয়নের চেয়ারম্যান এম.গফুর উদ্দিন চৌধুরী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এ রহিম হেলালী, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, প্যানেল চেয়ারম্যান-২ জয়নাল আবেদীন, ইউপি সদস্য নুরুল আমিন, প্রবীণ আ’লীগ নেতা হাফেজ কলিমুল্লাহ, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মোস্তাক আহমদ, ফরিদ আহমদ গরীবি, আলতাজ আহমদ, থাইংখালী দাখিল মাদ্রাসার সুপার খাইরুল বাশার, হলি চাইল্ড একাডেমীর প্রধান শিক্ষক রুহুল আমিন, আবুল আলা হেলালী, সহকারি শিক্ষিকা মুর্তজা বেগম, সিনিয়র শিক্ষক প্রিয়সেন বড়ুয়া, ছাত্রছাত্রীদের পক্ষে নওরিন ফায়জা, বিদায়ী ছাত্রী সাবরিনা আক্তার ঝুমু, বিদায়ী ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন, মোঃ তারেক। অনুষ্ঠান সঞ্চালনা করেন, সিনিয়র শিক্ষক কমরুদ্দিন মুকুল।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2024/04/Election-Sagar-22-4-2024.jpeg

ঈদগাঁও উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান পদে ১৭ জনের মনোনয়ন দাখিল

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : নির্বাচন কমিশন ঘোষিত দ্বিতীয় ধাপের তফশিল অনুযায়ী আগামী ২১ মে ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/