সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / পাচারকারীদের কৌশল পরিবর্তন- এবার ল্যাপটপের ভিতর থেকে ইয়াবা উদ্ধার : আটক ৪

পাচারকারীদের কৌশল পরিবর্তন- এবার ল্যাপটপের ভিতর থেকে ইয়াবা উদ্ধার : আটক ৪

Yaba - 5গিয়াস উদ্দিন ভুলু; টেকনাফ :

বছরের শুরুতে ইয়াবা পাচারকারীরা ভিন্ন ভিন্ন কৌশল পরিবর্তন করে পাচারকাজ অব্যহত রেখেছে। টেকনাফে বিজিবি-পুলিশের পৃথক অভিযানে ৮ হাজার ৬শ পিচ ইয়াবাসহ ৪ ব্যক্তিকে আটক করেছে।

২ বর্ডার গার্ড ব্যাটালিয়ান অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আবু জার আল জাহিদ জানান, সোমবার রাতে দমদমিয়া বিওপি চৌকির কোম্পানী কমান্ডার মোঃ আব্দুস সামাদ পাঠানের নেতৃত্বে বিজিবির জওয়ানরা চেকপোষ্ট এলাকায় ঢাকাগামী গ্রীণ লাইন বাসে তল্লাশী চালিয়ে ল্যাপটপের ভিতরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৬ হাজার ইয়াবাসহ নারায়নগঞ্জ জেলার পুরান বন্দর এলাকার নজরুল ইসলামের ছেলে মোঃ টিটু (৩২) ও একই জেলার খুশিয়াড়ী এলাকার ফিরোজ মিয়ার ছেলে মোঃ মনির হোসেনকে আটক করা হয়।

এছাড়া একইদিন রাতে একই কমান্ডারের নেতৃত্বে বিজিবির জওয়ানরা চেকপোষ্ট এলাকায় শ্যামলী বাসে তল্লাশী চালিয়ে ৯শ ৬০ পিচ ইয়াবাসহ মিয়ানমার আকিয়াব টংবাজার এলাকার মৃত রশিদ মিয়ার ছেলে মোঃ শরীফুল ইসলাম (৩৫)কে আটক করা হয়। উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য ২০ লক্ষ ৮৮ হাজার টাকা বলে জানায়।

উদ্ধার ইয়াবাসহ আটক ৩ ব্যক্তিকে থানায় হস্তান্তর করে মাদক আইনে মামলা করা হয়েছে।

অপরদিকে টেকনাফ ১৬শ পিচ ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সে টেকনাফ সদর ইউনিয়নের উত্তর নাজির পাড়া সংলগ্ন সুধার পাড়া এলাকার সালামত উল্লাহর ছেলে রমজান আলী (৪৮) বলে জানায়।

টেকনাফ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কবির হোসেন জানান, ৫ জানুয়ারী মঙ্গলবার সন্ধ্যার দিকে থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রাজা গোবিন্দ শর্মার নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদে সুধার পাড়া এলাকায় রমজান আলীর বসত বাড়িতে অভিযান চালিয়ে ১৬শ পিচ ইয়াবাসহ তাকে আটক করা হয়। উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য ৪ লক্ষ ৮০ হাজার টাকা বলে জানায়। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা করে আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছেন তিনি।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/