সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সে- পেকুয়ায় আর্ন্তজাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সে- পেকুয়ায় আর্ন্তজাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

shagir-news-1pic

এস.এম.ছগির আহমদ আজগরী; পেকুয়া :

কক্সবাজার জেলার উপকূলীয় উপজেলা পেকুয়ায় আর্ন্তজাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০১৬ পালিত হয়েছে। বৃহষ্পতিবার দুপুর ১১টায় এ উপলক্ষে উপজেলার রাজাখালী ইউনিয়নে ব্যাপক কর্মসুচি নেয়া হয়। এ উপলক্ষে এয়ার আলী খান আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। এ সময় ভিডিও কনফারেন্স এর মাধ্যমে প্রধান মন্ত্রী শেখ হাসিনা শুভ উদ্বোধন করেছেন রাজাখালী এয়ার আলী খান আদর্শ উচ্চ বিদ্যালয় বহুমুখি ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের অধীন ২কোটি ২৫লাখ টাকা ব্যায়ে ওই আশ্রয় কেন্দ্রসহ সারা দেশে একশটি ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র ৫৩টি বন্যা আশ্রয়ন কেন্দ্রের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর্ন্তজাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে ওইদিন প্রধান মন্ত্রীর ভাষণা ও আশ্রয় কেন্দ্রের উদ্বোধন অনুষ্টান ভিডিওকনফারেন্স প্রত্যক্ষ করতে রাজাখালী এয়ার আলী খান আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে প্রজেক্টটর স্থাপন করা হয়।

প্রধানমন্ত্রীর বক্তব্য ও উদ্বোধন অনুষ্টান প্রত্যক্ষ করতে সর্বস্তরের লোকজন স্কুল মাঠে জড়ো হন। ‘দুর্যোগে ঝুঁকি কমাতে হলে কৌশলসমুহ বলতে হবে’ দুর্যোগ প্রশমন দিবস-২০১৬ এর প্রতিপাদ্য বিষয়ের উপর বক্তরা আলোচনায় অংশ নিয়েছেন। দিবস উপলক্ষে এয়ার আলী খান উচ্চ বিদ্যালয় থেকে একটি র‌্যালি বের করে সড়ক প্রদক্ষিণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফুর রশিদ খান, উপজেলা আ’লীগ ভারপ্রাপ্ত সভাপতি মাষ্টার আজমগীর চৌধুরী, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ কমিটির সভাপতি এসএম গিয়াস উদ্দিন, ইউনিয়ন আ’লীগ সভাপতি সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম বিএসসি, সম্পাদক আবুল কাসেম আযাদ, মহিলা আ’লীগ নেত্রী উম্মে কুলসুম মিনু, সদরের সম্পাদক বেলাল উদ্দিন, আ’লীগ নেতা মাষ্টার নুর মুহাম্মদ, মাষ্টার হোসাইন আহমদ, হাজ্বি মনু, সেকান্দার, এয়ার আলী খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, উপজেলা যুবলীগ যুগ্ম সম্পাদক আকতার হোসাইন, রাজাখালী যুবলীগ সভাপতি রিয়াজ খান রাজু, শ্রমিকলীগ উপজেলা যুগ্ম সম্পাদক জহিরুল ইসলাম, শ্রমিকলীগ নেতা জাকরিয়া, আ’লীগ নেতা ছরওয়ার, জালাল উদ্দিন, আনছার, ইউপি সদস্য বাদশাহ মিয়া, অলি আহমদ, আব্দুল মান্নান, আনোয়ার হোসেন, ওসমান গনি, মঞ্জুর আলম, ইসমাইল, ছেনুয়ারা বেগম, আবু ছালেক প্রমুখ।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2024/04/Election-Sagar-22-4-2024.jpeg

ঈদগাঁও উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান পদে ১৭ জনের মনোনয়ন দাখিল

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : নির্বাচন কমিশন ঘোষিত দ্বিতীয় ধাপের তফশিল অনুযায়ী আগামী ২১ মে ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/